ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফের হোঁচট খেল পিএসজি

প্রকাশিত: ১৯:১১, ৬ ডিসেম্বর ২০১৮

ফের হোঁচট খেল পিএসজি

অনলাইন ডেস্ক ॥ লিগ ওয়ানে দারুণ ছন্দে এগিয়ে চলা পিএসজি হঠাৎ করেই যেন কক্ষপথ থেকে ছিটকে পড়েছে। বোর্দোর মাঠে ড্রয়ের চার দিন পর এবার স্ত্রাসবুরের কাছে পয়েন্ট হারিয়েছে টমাস টুখেলের দল। প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধের গোলে ১-১ ড্রয়ে মাঠ ছাড়ে নেইমারকে ছাড়া খেলতে নামা পিএসজি। লিগে প্রথম ১৪ ম্যাচ জয়ের পর টানা দুই ম্যাচে পয়েন্ট হারাল শিরোপাধারীরা। গত শনিবার বোর্দোর মাঠে ২-২ গোলে ড্র করেছিল তারা। প্রথমার্ধে নিজেদের খুঁজে ফেরা পিএসজি ৪০তম মিনিটে পিছিয়ে পড়ে। ডি-বক্সে জার্মান ডিফেন্ডার ঠিলো কিহেহার হাতে বল লাগলে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টি দেন রেফারি। স্পট কিকে গোলটি করেন ফরাসি ডিফেন্ডার কেনি লালা। ৭১তম মিনিটে পিএসজির সমতায় ফেরা গোলটিও আসে পেনাল্টি থেকে। ডি-বক্সে ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় তারা। আসরে নিজের দশম গোলটি করেন উরুগুয়ের স্ট্রাইকার এদিনসন কাভানি। যোগ করা সময়ে পিএসজির জালে ফের বল পাঠিয়েছিল স্বাগতিকরা। তবে রেফারির অফসাইডের বাঁশিতে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। ১৬ ম্যাচে ১৪ জয় ও দুই ড্রয়ে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা লিলের পয়েন্ট ৩০।
×