ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বগুড়ায় খালেদার বিকল্প প্রার্থীর মনোনয়ন বৈধ

প্রকাশিত: ১৯:৫৩, ৬ ডিসেম্বর ২০১৮

বগুড়ায় খালেদার বিকল্প প্রার্থীর মনোনয়ন বৈধ

অনলাইন রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিকল্প প্রার্থী মোরশেদ মিল্টনের আপিল মঞ্জুর করে তার প্রার্থিতার বৈধতা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার সকালে ইসির ট্রায়াল রুমে শুনানি শেষে এ ঘোষণা দেওয়া হয়। এর আগে সকাল ১০টায় ইসি ভবনে অবস্থিত ট্রায়াল রুমে শুনানি শুরু হয়। প্রসঙ্গত, গত ২ ডিসেম্বর যাচাই-বাছাইয়ে মোরশেদ মিল্টনের মনোনয়ন বাতিল করেন রিটার্নিং অফিসার। উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়ে মনোনয়নপত্র জমা দিলেও তা গৃহীত না হওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাবন্দি খালেদা জিয়ার পক্ষে ফেনী-১ এবং বগুড়া-৬ ও ৭ আসন থেকে মনোনয়ন ফরম তোলা হয়। কিন্তু যাচাই-বাছাইয়ে তার তিনটি মনোনয়নপত্রই বাতিল করা হয়। এর মধ্যে বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার বিকল্প হিসেবে রাখা হয় মোরশেদ মিল্টনকে। অন্যদিকে, বগুড়া-৬ আসনে খালেদা জিয়ার বিকল্প হিসেবে রাখা হয়েছে দলের মহাসচিব মির্জা ফখরুল হসলাম আলমগীরকে।
×