ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টার্গেট করে নির্বাচন থেকে কাউকে বাদ দেওয়া হয়েছে, এমন অভিযোগ অবান্তর

প্রকাশিত: ২০:০৫, ৬ ডিসেম্বর ২০১৮

টার্গেট করে নির্বাচন থেকে কাউকে বাদ দেওয়া হয়েছে, এমন অভিযোগ অবান্তর

অনলাইন রিপোর্টার ॥ টার্গেট করে নির্বাচন থেকে কাউকে বাদ দেওয়া হয়েছে, বিএনপির এমন অভিযোগ অবান্তর বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, টার্গেট করে নির্বাচন থেকে কাউকে বাদ দেওয়া হয়েছে কিনা বিএনপির এমন অভিযোগের জবাব নির্বাচন কমিশন দিতে পারবে। বিএনপি যেসব অভিযোগ করেছে তা অবান্তর। কোনও অভিযোগ থাকলে তারা নির্বাচন কমিশনে আপিল করতে পারে। আজ বুহস্পতিবার বেলা ১১টার দিকে আখাউড়া সড়কবাজার এলাকায় উপস্থিত স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মন্ত্রীর এপিএস রাশেদুল কায়ছার জীবনসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে মন্ত্রী আখাউড়া থেকে গাড়িবহর নিয়ে কসবা উপজেলায় তার গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন।
×