ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় দরিদ্র পরিবারকে সেলাই মেশিন, ভ্যান ও ক্ষুদ্র ব্যবসার উপকরণ বিতরণ

প্রকাশিত: ২৩:৪৮, ৬ ডিসেম্বর ২০১৮

কলাপাড়ায় দরিদ্র পরিবারকে সেলাই মেশিন, ভ্যান ও ক্ষুদ্র ব্যবসার উপকরণ বিতরণ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ জলবায়ুর পরিবর্তনের ফলে পেশায় বিরূপ প্রভাবের কারণে বিকল্প জীবিকায়নের লক্ষ্যে হতদরিদ্র ৬২ পরিবারকে চাহিদা অনুসারে সেলাই মেশিন, ভ্যান ও ক্ষুদ্র ব্যবসার উপকরন সহায়তা দেয়া হয়েছে। বিনামূল্যে এসব সামগ্রী বৃহস্পতিবার দুপুরে বিতরণ করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর দুর্যোগ ঝুঁকিহ্রাস প্রকল্পের আওতায় কলাপাড়া উপজেলার লালুয়া, বালিয়াতলী, মিঠাগঞ্জ, ডালবুগঞ্জ, মহিপুর ও লতাচাপলী ইউনিয়নের ৬২ পরিবারকে এসব উপকরণ প্রদান করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে বিতরণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়াল্ড কনসার্ন বাংলাদেশ কলাপাড়ার প্রকল্প ব্যবস্থাপক সিলভেস্টার মাইকেল মধু। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও মো. তানভীর রহমান। সভাপতিত্ব করে জেমস রাজিব বিশ্বাস। পরে হতদরিদ্র ৩০ পরিবারের মধ্যে সেলাই মেশিন, ১২ জনকে ভ্যান ও ২০ জনকে ক্ষুদ্র ব্যবসার উপকরণ বিতরণ করা হয়।
×