ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জয়ের পিএস পরিচয়দানকারী প্রতারক গ্রেফতার

প্রকাশিত: ০০:৩৬, ৬ ডিসেম্বর ২০১৮

জয়ের পিএস পরিচয়দানকারী প্রতারক গ্রেফতার

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পিএস পরিচয় দিয়ে আসন্ন সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাইয়ে দেয়ার কথা বলে বিভিন্ন এমপিদের কাছে টাকা দাবী এবং সচিবালয়সহ বিভিন্ন সরকারী সংস্থায় চাকুরী দেওয়ার নামে মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে গাজীপুরে এক প্রতারককে আটক করেছে র‍্যাব-১ এর সদসরা। আটকৃতের নাম মো. সাব্বির মন্ডল (২৭)। সে গাইবান্ধার সাঘাটা থানার উত্তর গুটিয়া সরদার পাড়া এলাকার আইয়ুব আলীর ছেলে। বৃহষ্পতিবার দুপুরে র‍্যাব-১’র স্পেশালাইজ কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, বুধবার সন্ধ্যায় গাজীপুর সিটি কর্পোরেশনের বোর্ডবাজারের গাছা এলাকায় জয়ের পিএস পরিচয়দানকারী এক প্রতারক অবস্থান করছে। এ গোপন খবর পেয়ে র‍্যাব-১’র স্পেশালাইজ কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ গোলাম মোর্শেদ’র নেতৃত্বে র‍্যাব সদস্যরা সেখানে অভিযান চালিয়ে সাব্বিরকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, দীর্ঘদিন ধরে বিভিন্ন উপায়ে এ ধরনের প্রতারণা করে আসছে। এসময় তার কাছ থেকে ২টি মোবাইল ও বিভিন্ন অপারেটরের ৮টি সিমকার্ড জব্দ করা হয়। সে গাজীপুর সিটি কর্পোরেশনের হারিকেন রোড এলাকায় জনৈক নাসির উদ্দিনের বাড়িতে বাসা ভাড়া নিয়ে বসবাস করতো। র‍্যাব’র ওই কর্মকর্তা আরো জানান, সাব্বির মন্ডল বিভিন্ন সময় প্রধানমন্ত্রীর একান্ত সচিব, আবার কখনো প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পিএস সামসুল/মাসুদ/মনির নামে পরিচয় দিয়ে বগুড়া-৫ আসনের এমপি মো. হাবিবুর রহমান, গাইবান্ধা-৩ আসনের এমপি ডাঃ ইউনুস সরকার, বরিশাল-৫ আসনের এমপি জেবুন্নেসা আফরোজ, খুলনা-৩ আসনের এমপি মনুজান সুফিয়ান, কক্সবাজার-৪ আসনের এমপি আব্দুর রহমান, সিলেট-৩ আসনের এমপি মাহমুদুর সামাদ, গাজীপুর-৫ আসনের এমপি মেহের আফরোজ চুমকি, গাজীপুর-৩ আসনের এমপি এড. মো. রহমত উল্লাহ, লালমনির হাট-১ আসনের এমপি মো. মোতাহার হোসেন, নারায়ানগঞ্জের এমপি শামীম ওসমান এবং গোলাম দস্তগীর গাজী, ঢাকার এমপি এড. সাহারা খাতুনসহ ৩০ থেকে ৪০ জন এমপি’র নিকট মোবাইল ফোনে আবার কখনো কখনো এসএমএস এর মাধ্যমে একাদশ জাতীয় নির্বাচন-২০১৮ এ মনোনয়ন পাইয়ে দেওয়ার কথা বলে প্রত্যেকের কাছে লক্ষ লক্ষ টাকা চাঁদা দাবী করে। এ ছাড়াও বিভিন্ন মন্ত্রী, এমপি, সচিব, ব্যবসায়ীদেরকে ফোন দিয়ে বিভিন্ন চাঁদা, ঘুষ, চাকুরীর তদবির করে আসছিল। ওইসব সংসদ সদস্যগণের অভিযোগের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় অবস্থান নিশ্চিত হয়ে সাব্বির মন্ডলকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামীকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদে জানায় সে দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পিএস পরিচয় দিয়ে সচিবালয়সহ বিভিন্ন সরকারী সংস্থায় চাকুরী দেওয়ার নামে বিভিন্ন মানুষের কাছ থেকে বিপুল পরিমাণের অর্থ হাতিয়ে নিয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
×