ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এবার শিক্ষিকা হাসনা হেনার মুক্তি দাবি

প্রকাশিত: ০১:২০, ৬ ডিসেম্বর ২০১৮

এবার শিক্ষিকা হাসনা হেনার মুক্তি দাবি

অনলাইন রিপোর্টার ॥ শিক্ষার্থীদের দাবি ভিকারুননিসা নূন স্কুল কর্তৃপক্ষ মেনে নেওয়ায় আন্দোলন স্থগিত ঘোষণা করেছে শিক্ষার্থীরা। এর পরপরই বেশকিছু শিক্ষার্থী ভিকারুননিসা নূন স্কুলের ১ নম্বর গেটের সামনে অবস্থান করে গ্রেফতারকৃত শিক্ষিকা হাসনা হেনার মুক্তির দাবি জানিয়েছে। 'অপরাধীর শাস্তি চাই, হাসনা হেনা আপার মুক্তি চাই' এই স্লোগানের মাধ্যমে ভিকারুননিসা স্কুলের শিক্ষিকা হাসনা হেনাকে গ্রেফতারের প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা গ্রেফতারকৃত শিক্ষার্থী হাসনা হেনাকে নির্দোষ বলেও দাবি করে। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) বিকালে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে স্কুল কর্তৃপক্ষের বৈঠক শেষ হওয়ার পর বেশকিছু শিক্ষার্থী প্ল্যাকার্ড হাতে তাদের শিক্ষিকা হাসনা হেনার মুক্তির দাবি জানায়। ভিকারুননিসা স্কুলের শিক্ষার্থীরা জানায়, ‘অরিত্রীর হত্যার প্ররোচনাকারী দোষীদের শাস্তি চাই। আমাদের শিক্ষিকা হাসনা হেনা সম্পূর্ণ নির্দোষ। আমরা হাসনা হেনা আপার মুক্তি চাই।’ এদিকে শিক্ষিকার মুক্তির দাবির বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি জানান, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। যারা মুক্তি দাবি করছে তারা আমাদের সঙ্গের নয়।’
×