ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাককানইবি’র আইডিয়া কন্টেস্টে দেশসেরা ১০ বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ০১:৪৮, ৬ ডিসেম্বর ২০১৮

জাককানইবি’র আইডিয়া কন্টেস্টে দেশসেরা ১০ বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা ॥ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ‘ইন্টার ইউনিভার্সিটি ইনোভেটিভ আইডিয়া কনটেস্ট-২০১৮’ এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে আগামী ১২ ডিসেম্বর (বুধবার) ২০১৮ইং। বিশ্ববিদ্যালয়ের ‘ক্যারিয়ার ক্লাব’ আয়োজিত আইডিয়া কনটেস্ট চূড়ান্ত পর্বে অংশ নিবে দেশের সেরা ১০টি বিশ্ববিদ্যালয়। প্রথম পর্বের প্রতিযোগিতায় ৫৮টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণের পর ১০টি বিশ্ববিদ্যালয়কে বাছাই করা হয় চূরান্ত পর্বের জন্য। বাছাইকৃত ১০টি বিশ্ববিদ্যালয় গ্র্যান্ড ফাইনালে অংশগ্রহনের সুযোগ পেয়েছে। ফাইনালে অংশগ্রহনকারী দশ বিশ্ববিদ্যালয়গুলো হলঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, আইবিএ-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ব্রাক বিশ্ববিদ্যালয়।
×