ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছেন : মেয়র লিটন

প্রকাশিত: ০৫:০০, ৬ ডিসেম্বর ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছেন : মেয়র লিটন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন করেছেন। এমন কোন ক্ষেত্র নেই যেখানে উন্নয়ন হয়নি। গত ১০ বছর ধরে প্রধানমন্ত্রী দেশকে কোথা থেকে কোথায় নিয়ে গেছেন, তা চোখ খুলে দেখলে সাধারণ মানুষও দেখতে পায়। বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মেডিক্যাল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনাতয়নে ‘রাজশাহীর শিক্ষা উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট রাজশাহী জেলা এ সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, শিক্ষার উন্নয়নে ভৌত- অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুনগত মান উন্নয়ন করা দরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার ভৌত-অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুনগত মানের উন্নয়ন করেছে। মহানগর আওয়ামী লীগ সভাপতি ও মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন আরো বলেন, এবার সিটি কর্পোরেশন নির্বাচনে আমি আবারো মেয়র নির্বাচিত হয়েছি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী বাদশা ভাই বিজয়ী হলে আমরা দুইজন মিলে বাকি উন্নয়নকাজগুলো একসঙ্গে সুন্দরভাবে করতে পারবো। তিনি উন্নয়নের স্বার্থে বাদশাকে আবারো এমপি নির্বাচিত করার আহ্বান জানান। অতিথির বক্তব্যে বর্তমান সাংসদ ও রাজশাহী-২ আসনের মহাজোটের প্রার্থী ফজলে হোসেন বাদশা বলেন, একদিকে সন্ত্রাস, স্বাধীনতা বিরোধী, আরেকদিকে উন্নয়নের রাজনীতি। জনগণকেই বেছে নিতে হবে দুটির যেকোনো একটি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনেই নৌকার প্রার্থীকে বিজয়ী করার চেষ্টা করতে হবে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। রাজশাহী জেলা শিক্ষক-কর্মচারী ফ্রন্টের আহ্বায়ক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশার সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতি রাজশাহী জেলার সভাপতি মজিবর রহমান, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি রাজশাহী জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাজকুমার সরকার, বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি রাজশাহী মহানগরের সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক প্রমুখ। এ সময় সাংসদ ফজলে হোসেন বাদশার সহর্ধমীনি অধ্যাপক তসলিমা খাতুন, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ রজব আলী, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুল হোসেন পাভেল, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনারসহ শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
×