ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ

মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলা চলতে বাধা নেই

প্রকাশিত: ০৫:০১, ৭ ডিসেম্বর ২০১৮

মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলা চলতে বাধা নেই

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা বাতিলের আবেদনের আপীল শুনানি ২ সপ্তাহের জন্য মুলতবি (স্ট্যান্ড ওভার) রেখেছে আপীল বিভাগ। এর ফলে, এই সময়ের মধ্যে বিচারিক আদালতে মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলা চলতে কোন বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। মামলা বাতিল চেয়ে হাইকোর্টের খারিজ আদেশের বিরুদ্ধে আপীল আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপীল বেঞ্চ এই আদেশ দেয়। আদালতে মির্জা আব্বাসের আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন প্রমুখ। অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন এ্যাডভোকেট মোঃ খুরশীদ আলম খান। এর আগে গত ১১ নবেম্বর মির্জা আব্বাসের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলা বাতিলের আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপীল বিভাগে আবেদন জানান মির্জা আব্বাস।
×