ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সম্মাননা পাচ্ছেন মালালা

প্রকাশিত: ০৫:০৬, ৭ ডিসেম্বর ২০১৮

সম্মাননা পাচ্ছেন মালালা

জনকণ্ঠ ডেস্ক ॥ নারী শিক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে পাকিস্তানের নোবেলজয়ী, শিশু শিক্ষা অধিকারকর্মী মালালা ইউসুফজাইকে সম্মাননা দিচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। হার্ভার্ডের কেনেডি স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার এক অনুষ্ঠানে মালালাকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গ্লিটসম্যান এ্যাওয়ার্ড-২০১৮ প্রদান করা হবে। কিশোর বয়স থেকেই নারী শিক্ষা ও অধিকার আদায়ে আওয়াজ তুলেছেন মালালা। প্রায়ই টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানে নারী শিক্ষা নিয়ে কথা বলতে দেখা যেত তাকে। ২০১২ সালের ৯ অক্টোবর মালালার স্কুল বাসে উঠে পড়ে মুখোশধারী তালেবান সদস্যরা। নাম ধরেই খুঁজতে থাকে তাকে। সামনে আসার পর তাকে গুলি করে চলে যায় তারা। তৎক্ষণাৎ তাকে যুক্তরাজ্যে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। কয়েক মাসের চেষ্টায় তার মাথার খুলি ঠিক করতে সক্ষম হয় ডাক্তাররা। এরপর থেকেই বিশ্বে নারী অধিকার আদায় আন্দোলনের প্রতীক হয়ে ওঠেন মালালা। -এপি
×