ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়া-৪ আসনে নৌকার একক প্রার্থী ॥ দ্বিধাদ্বন্দ্বে বিএনপি

প্রকাশিত: ০৫:১১, ৭ ডিসেম্বর ২০১৮

কুষ্টিয়া-৪ আসনে নৌকার একক প্রার্থী ॥ দ্বিধাদ্বন্দ্বে বিএনপি

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৬ ডিসেম্বর ॥ কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী নির্বাচনী মাঠে কাজ করছেন। প্রতিদিন তিনি নির্বাচনী এলাকার ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দোয়া প্রার্থনাসহ দলীয় বিভিন্ন কার্যক্রমে অংশ নিচ্ছেন। এই আসনে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সাবেক এমপি শহীদ গোলাম কিবরিয়ার নাতি তরুণ নেতা ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ নৌকার একক প্রার্থী। তবে ধানের শীষের প্রার্থী কে- আলহাজ নুরুল ইসলাম আনছার প্রামাণিক না সৈয়দ মেহেদী আহমেদ রুমী? তাদের দু’জনই কেন্দ্রের নির্দেশে দলীয় মনোনয়নপত্র দাখিল করেন। তাই স্থানীয়দের কাছে এখন এই প্রশ্নটিই ঘুরপাক খাচ্ছে, কে হচ্ছেন এই আসনে নৌকার প্রতিদ্বন্দ্বী? এদিকে ধানের শীষের প্রার্থী নিশ্চিত না হওয়ায় ফাঁকা পড়ে রয়েছে বিএনপির ভোটের মাঠ। আওয়ামী লীগের দলীয় প্রার্থী সেলিম আলতাফ জর্জ বৃহস্পতিবার সকালে খোকসায় নির্বাচনী বর্ধিত সভা করেন। খোকসা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় মুক্তিযোদ্ধা চত্বরে আয়োজিত এই বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান আলহাজ সদর উদ্দিন খান। তিনি এ সময় প্রার্থী নয়, নৌকা দেখে ভোট দেয়ার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।
×