ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নড়াইল-১ আসনে মুক্তিকে নৌকা প্রতীক দেয়ার দাবি

প্রকাশিত: ০৫:১২, ৭ ডিসেম্বর ২০১৮

নড়াইল-১ আসনে মুক্তিকে নৌকা প্রতীক দেয়ার দাবি

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ৬ ডিসেম্বর ॥ নড়াইল-১ আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের কবিরুল হক মুক্তিকে চূড়ান্ত নৌকা প্রতীক দেয়ার দাবিতে সভা-সমাবেশ করেছে আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় নড়াগাতী থানা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত দলের বর্ধিত সভায় দলীয় সভানেত্রী শেখ হাসিনার প্রতি নেতৃবৃন্দ এ দাবি জানান। জানা গেছে, নড়াগাতী থানা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে থানা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ আমিনুর রহমান বুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় বক্তব্য রাখেন কালিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ তরিকুল আলম মন্নু, নড়াগাতী থানা যুবলীগের আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য শেখ হাদিউজ্জামান হাদি, নড়াগাতী থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাসিবুল আলম উজ্বল, নড়াগাতী থানা ছাত্রলীগের সভাপতি মোঃ নাজমুল আলম প্রমুখ। সভায় নেতৃবৃন্দ বলেন, নড়াইল-১ আসনের উন্নয়ন ও দলীয় নেতাকর্মীদের ভাগ্য উন্নয়নে বর্তমান সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বিকল্প নেই। এই নেতা সাধারণ মানুষের দরদ বোঝে। অথচ মহাজোট নেতা শরীফ নুরুল আম্বিয়া এলাকায় জনবিচ্ছিন্ন এক নেতা। তাকে দিয়ে এ আসনটি উদ্ধার করা সম্ভব নয়। বরং দলের ভারাডুবি হবে। সভা শেষে কবিরুল হক মুক্তির মনোনয়ন বহাল রাখার দাবিতে মিছিল বের হয়।
×