ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব শুরু কাল

প্রকাশিত: ০৫:৩৯, ৭ ডিসেম্বর ২০১৮

স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব শুরু কাল

স্টাফ রিপোর্টার ॥ দেশীয় চলচ্চিত্রের উন্নয়ন ও বিকাশে নানা কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সেই ধারাবাহিকতায় শিল্পিত চলচ্চিত্র নির্মাণে তরুণদের উৎসাহিত করতে একাডেমির আয়োজনে শনিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব। দেশের ৬৪ জেলায় একযোগে দ্বিতীয়বারের এ উৎসব চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। উন্মুক্ত এ আয়োজনে দর্শকরা দেখবেন বিচিত্র বিষয়ের চলচ্চিত্র। শনিবার বিকেলে একাডেমির জাতীয় চিত্রশালায় মিলনায়তনে আট দিনব্যাপী উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বৃহস্পতিবার সকালে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। আরও উপস্থিত ছিলেন একাডেমির সচিব বদরুল আনম ভূঁইয়া এবং নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের সহকারী পরিচালক চাকলাদার মোস্তফা আল মাসউদ।
×