ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ব্রেন স্ট্রোকে আক্রান্ত ক্রীড়া সংগঠক হামিদা বেগম

প্রকাশিত: ০৭:২৯, ৭ ডিসেম্বর ২০১৮

ব্রেন স্ট্রোকে আক্রান্ত ক্রীড়া সংগঠক হামিদা বেগম

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা, বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের সদস্য এবং বাংলাদেশ আরচারি ফেডারেশনের কোষাধ্যক্ষ স্বনামধন্য ক্রীড়া সংগঠক হামিদা বেগম ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল, ফেডারেশনের সব সদস্য এবং হামিদা বেগমের পরিবারের সদস্যরা তার আরোগ্য লাভের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। এশিয়ান অ-১৪ টেনিসে বাংলাদেশই সেরা স্পোর্টস রিপোর্টার ॥ এশিয়ান অনুর্ধ-১৪ সিরিজ টেনিসে বাংলাদেশ শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। বালক একক, বালক দ্বৈত ও বালিকা দ্বৈতে শিরোপা জয় করেছে। রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে বালক এককে বাংলাদেশের রুমান হোসেন স্বদেশী মাহাদী হাসান আলভিকে, বালক দ্বৈতে বাংলাদেশের মাহাদী হাসান আলভি-জোবায়েদ উৎস জুটি প্রতিপক্ষ স্বদেশী রুমান হোসেন-ফরহাদ ইসলাম জুটিকে, বালিকা দ্বৈতে বাংলাদেশের মাসফিয়া আফরিন-শ্রীলঙ্কার সাজিদা রাজিক জুটি ভারতের খুশালি মোদী-জয়নব পাতেল জুটিকে এবং বালিকা এককে শ্রীলঙ্কার সাজিদা রাজিক ভারতের খুশালি মোদীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
×