ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আবারও সক্রিয় পেরুর সাবাঙ্কায়া আগ্নেয়গিরি (ভিডিও)

প্রকাশিত: ১৭:৪৪, ৭ ডিসেম্বর ২০১৮

অনলাইন ডেস্ক ॥ আবারও ভয়ঙ্কর হয়ে উঠছে পেরুর সাবাঙ্কায়া আগ্নেয়গিরি। বেরিয়ে আসছে ছাই ও ধোঁয়া। তারই জের ধরে ওপর থেকে অত্যাধুনিক ড্রোন দিয়ে সেই আগ্নেয়গিরির পরিস্থিতি পর্যবেক্ষণ করা হলো। পেরুর সাবাঙ্কায়া আগ্নেয়গিরির বয়স অনেক। মাঝেমধ্যেই সক্রিয় হয়ে ওঠে এই আগ্নেয়গিরি। গত সপ্তাহেই ফের জেগেছিল সে। তবে এবার তার ওপর চলল কড়া নজরদারি। পেরুর দুই সংস্থা আগ্নেয়গিরি পর্যবেক্ষণ করলো অত্যাধুনিক ড্রোন উড়িয়ে। কোন কোন গ্যাস বা কোন কণার সমাহার এই আগ্নেয়গিরি, তা পড়ে ফেলতে পারবে ড্রোনের সেন্সর। কী আছে সাবাঙ্কায়ার আগ্নেয়গিরির মধ্যে- তার অনেক কিছুরই তথ্য মিলতে পারে সেই আকাশচিত্র থেকে।
×