ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি রাশিয়ার

প্রকাশিত: ১৮:১০, ৭ ডিসেম্বর ২০১৮

যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি রাশিয়ার

অনলাইন ডেস্ক ॥ মধ্যম পাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্রের চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে গেলে বসে থাকবে না বলে হুমকি দিয়েছে রাশিয়া। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্নায়ুযুদ্ধকালীন স্বাক্ষরিত ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (আইএনএফ) চুক্তি থেকে বের হয়ে যাওয়ার হুমকি দেন। তার প্রেক্ষিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ হুঁশিয়ারি দিয়েছেন। পুতিন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বের হয়ে গেলে তার দেশে নিষিদ্ধ হওয়া ক্ষেপণাস্ত্র তৈরি করা শুরু করবে। বুধবার রুশ সংবাদমাধ্যমে এ কথা জানিয়েছেন পুতিন। মঙ্গলবার সেই চুক্তি মেনে চলছে না বলে অভিযোগ করে চুক্তিটি মানতে রাশিয়াকে ৬০ দিনের সময় বেঁধে দেয় মার্কিন প্রশাসন। অন্যথায় তারা চুক্তির ইতি টানার হুমকি দিয়েছে। অস্ত্র নিয়ন্ত্রণে ১৯৮৭ সালে স্বাক্ষরিত পরমাণু ক্ষেপণাস্ত্র চুক্তি নিয়ে একে-অপরকে পাল্টাপাল্টি হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া।
×