ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সবার মুখেই উসমান খাজার সেই ক্যাচের প্রশংসা

প্রকাশিত: ১৯:১৫, ৭ ডিসেম্বর ২০১৮

সবার মুখেই উসমান খাজার সেই ক্যাচের প্রশংসা

অনলাইন ডেস্ক ॥ ফিটনেস থেকে শুরু করে পারিবারিক সমস্যা, সব কিছু পিছনে ফেলে দিল একটা ক্যাচ। যে দুরন্ত ক্যাচ নিয়ে বৃহস্পতিবার অ্যাডিলেডে বিরাট কোহলিকে ফিরিয়ে দিলেন উসমান খাজা। প্রথম দিনের মোড় ঘোরানো এই ক্যাচ দেখে রিকি পন্টিং থেকে অ্যাডাম গিলক্রিস্ট— সবার মুখেই শোনা যাচ্ছে খাজার প্রশংসা। ভারতের স্কোর তখন দু’উইকেটে ১৯। প্যাট কামিন্সের অফস্টাম্পের বাইরের বলে শট খেলতে গেলেন কোহলি। বল ব্যাটের কানায় লেগে যখন গালির পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে, পাখির মতো উড়ে গিয়ে বাঁ হাতে সেই ক্যাচ ধরে নিলেন খোয়াজা। রিকি পন্টিংয়ের নেতৃত্বেই অস্ট্রেলিয়া দলে অভিষেক হয়েছিল খাজার। যে সময় খাজার ব্যাটিং পন্টিংকে খুশি করলেও তাঁর ফিল্ডিং এবং ফিটনেস করতে পারেনি। এখন খাজার দুর্দান্ত ক্যাচ দেখার পরে পন্টিং বলেন, ‘‘মাথায় রাখতে হবে ফিল্ডিংটা কখনওই খাজার শক্তিশালী দিক ছিল না। খাজাকে যখন প্রথম দেখি, আমি সেটা নিজেই বলেছিলাম। এই ক্যাচটা বুঝিয়ে দিল, ও কতটা উন্নতি করেছে। সিরিজের প্রথম দিনে প্রথম ইনিংসে কোহলির ক্যাচ! এর গুরুত্বই আলাদা।’’ খাজার এই অসাধারণ উন্নতির জন্য পন্টিং ধন্যবাদ দিতে চান অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গারকে। পন্টিংয়ের মতে, ল্যাঙ্গার যে ফিটনেস সংস্কৃতি আমদানি করেছেন দলে, তার ফলই এখন পাচ্ছেন খাজা। অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটকিপার-ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট মনে করেন, খোয়াজার চারিত্রিক দৃঢ়তাই ধরা পড়েছে ওই অসাধারণ ক্যাচের মধ্যে। গিলক্রিস্টের মন্তব্য, ‘‘খাজা খুব বুদ্ধিমান ক্রিকেটার। ও ক্রিকেট নিয়ে যেমন ভাবে, জীবন নিয়েও তেমনই। মাথা ঠান্ডা রেখেই ক্যাচটা নিতে পারল ও।’’ অস্ট্রেলিয়ার প্রাক্তন স্পিনার কেরি ও’কিফ মনে করেন, এই মরসুমের সেরা ক্যাচ সূত্র : আনন্দবাজার পত্রিকা
×