ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সহিংসতার আশঙ্কায় আইফেল টাওয়ার বন্ধ ঘোষণা

প্রকাশিত: ২২:২৬, ৭ ডিসেম্বর ২০১৮

সহিংসতার আশঙ্কায় আইফেল টাওয়ার বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক ॥ জ্বালানি তেলের ওপর বর্ধিত কর আরোপের প্রতিবাদে ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে ফ্রান্স। আর তারই জের ধরে সহিংসতার আশঙ্কায় শনিবার বিখ্যাত আইফেল টাওয়ার বন্ধ ঘোষণা করেছে ফরাসি কর্তৃপক্ষ। শুক্রবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে এমনটাই জানানো হয়েছে। এর আগে গত সপ্তাহে বড় ধরনের সহিংসতা হয় ফ্রান্সজুড়ে। এর পুনরাবৃত্তি ঠেকাতেই এমন পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। এ ব্যাপারে খবরে বলা হয়েছে, জ্বালানি কর প্রত্যাহার করলেও জীবনযাত্রার বৃদ্ধির প্রতিবাদে শনিবারও সরকার বিরোধী র্যালির পরিকল্পনা করছে বিক্ষোভকারীরা। এরই পরিপ্রেক্ষিতে ওইদিন জনাকীর্ণ আইফেল টাওয়ার বন্ধ থাকার ঘোষণা দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ বলছে, র্যালিতে যাতে সহিংসতা সৃষ্টি হতে না পারে সেজন্য দেশজুড়ে ৮৯ হাজার পুলিশ নিয়োজিত থাকবে। পাশাপাশি রাজধানী প্যারিসে সাঁজোয়া যান রাখা হবে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপে। এছাড়া, প্যারিসের দোকান ও রেস্তোরাঁগুলোকে বন্ধ করে দিতে বলেছে দেশটির পুলিশ। এছাড়া বন্ধ থাকবে বেশ কিছু জাদুঘরও।
×