ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যদায় মুক্তদিবস উদযাপিত

প্রকাশিত: ২৩:২২, ৭ ডিসেম্বর ২০১৮

চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যদায় মুক্তদিবস উদযাপিত

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা ॥ আজ ৭ ডিসেম্বর শুক্রবার যথাযোগ্য মর্যাদায় চুয়াডাঙ্গা মুক্ত দিবস উদযাপিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বেলা ১১ টায় জেলা শিল্পকলা একাডেমী চত্বরে মুক্তিযোদ্ধা সমাবেশ ও মুক্তমঞ্চে আলোচনা ও মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন, পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান। মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিচারণ করেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমা-ার নুরুল ইসলাম মালিক ও আবু হোসেন , সাবেক ডেপুটী কমা-ার শহীদ খান, মুক্তিযোদ্ধা আলি আজগার ফটিক, মাবুদ জোয়ার্দ্দার ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান। জেলা প্রশাসক বলেন, ‘মুক্তিযুদ্ধের সেক্টরের সদর দপ্তর ছিল এই চুয়াডাঙ্গা। এখান থেকে ৮ নম্বর সেক্টরের যুদ্ধ পরিচালনা হতো। শুধু মুক্তিযুদ্ধ নয়, সকল অনিয়মের বিরুদ্ধে চুয়াডাঙ্গার মানুষ সোচ্চার। এজন্য মুক্তিযোদ্ধাসহ এ জেলার মানুষকে স্যালুট জানায়’।
×