ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাগুরা মুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশিত: ০০:০৫, ৭ ডিসেম্বর ২০১৮

মাগুরা মুক্ত দিবস উপলক্ষে  র‍্যালি ও আলোচনা সভা

নিজস্ব সংবাদদাতা , মাগুরা ॥ বর্ণাঢ্য আয়োজনে আজ শুক্রবার মাগুরা পাকহানাদার মুক্ত দিবস পালিত হয়েছে । মাগুরা মুক্ত দিবস উপলক্ষে সকালে শহরের নোমানী ময়দানে শহীদ স্মৃতি স্তম্ভে জাতীয় পতাকা উত্তোলনের পর জেলা প্রশাসক মোহাম্মদ আলী আকবরের নের্তৃত্বে র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালিতে অংশ নেন যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী ড.বীরেন শিকদার, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য কামরুল লায়লা জলি, প্রধানমন্ত্রীর সাবেক সহকারি একান্ত সচিব ও জেলা আওয়ামীলীগ নেতা এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ানসহ মুক্তিযোদ্ধা, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকতাসহ বিভিন্ন ¤্রণেী পেশার মানুষ অংশ গ্রহণ করেন। র‍্যালী শেষে নোমানী ময়দানে জেলা প্রশাসক মোহাম্মদ আলী আকবরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনাসভায় মুক্তিযোদ্ধারা স্মৃতি চারন করেন। রাতে মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । উল্লেখ্য, ১৯৭১ সালের ৭ ডিসেম্বর মাগুরা পাক হানাদার মুক্ত হয়।
×