ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জনগণ চায় স্বতন্ত্র প্রার্থীকে ॥ হিরো আলম

প্রকাশিত: ০১:৪৬, ৭ ডিসেম্বর ২০১৮

জনগণ চায় স্বতন্ত্র প্রার্থীকে ॥ হিরো আলম

স্টাফ রিপোর্টার ॥ আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের’ আয়োজনে সংবাদ সম্মেলনে হিরো আলম ব‌লেন, ‘বর্তমান দেশের জনগণ আওয়ামী লীগ বা বিএনপির কাউকে চায় না। জনগণ চায় স্বতন্ত্র প্রার্থীকে। আর তার জন্য স্বতন্ত্রদের জন্য এক পা‌র্সেন্ট জনসমর্থন আইন করা হয়েছে, যা‌তে স্বতন্ত্র থে‌কে নির্বাচন না কর‌তে পা‌রে।’ হি‌রো আলম ব‌লেন, ‘আমরা যখন নতুনদের নিয়ে দেশ গড়তে চাই, তখন তারাই নতুনদের সামনে আসতে দিচ্ছে না। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশটাকে সোনার বাংলা করতে চাই। আপনারা তা না করে এককভাবে ক্ষমতা দখল করে বসে থাকতে চান। আমরা দেশটাকে সোনার বাংলা করতে চাই। আমরা রাজনীতি নিয়ে ব্যবসা করতে চাই না। আপনারা রাজনীতি নিয়ে ব্যবসা শুরু করেছেন। এ ব্যবসা বন্ধ করে সামনে আমাদের এগিয়ে যে‌তে দেন।’ তিনি আরও বলেন, ‘আমরা দেশের জনগণ সত্য কথা বলি না। সত্য কথা বললে এই আইন করতে পারতো না। আর বেশি সত্য কথা বললে জেলে যেতে হয়, না হলে গুম হতে হয়। ইসি যদি বুঝতো আমাদেরই কষ্টটুকু তাহলে এই আইন পাস করতো না। আমাদের নমিনেশন যদি বৈধ না করা হয়, প্রয়োজন হলে আমরা উচ্চ আদালতে যাবো।’ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্বতন্ত্র এমপি প্রার্থী ঐক্য পরিষদের আহ্বায় আব্দুর রহিম, ফারুক রেজা, ফরওয়ার্ড পার্টির আহ্বায়ক আ ব ম মোস্তফা আমীন প্রমুখ।
×