ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গলাচিপায় ঝুলে আছে বাসস্ট্যান্ড নির্মাণ কাজ

প্রকাশিত: ০৪:৪৫, ৮ ডিসেম্বর ২০১৮

 গলাচিপায় ঝুলে আছে  বাসস্ট্যান্ড নির্মাণ কাজ

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ প্রতিষ্ঠার ২০ বছরেও পটুয়াখালীর গলাচিপা পৌর শহরে বাসস্ট্যান্ড নির্মাণ করা হয়নি। সর্বশেষ ছয় বছর আগে একটি দাতা সংস্থার অর্থায়নে আধুনিক মানের বাসস্ট্যান্ড নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছিল। কিন্তু অর্থাভাবে সে উদ্যোগও ঝুলে আছে। প্রস্তাবিত সে বাসস্ট্যান্ডের জমি বর্তমানে পৌর বর্জ্যরে ভাগাড়ে পরিণত হয়েছে। গোটা শহরের আবর্জনা ফেলা হচ্ছে সেখানে। এতে করে একদিকে যেমন ভাগাড়ের চারপাশের মানুষ ময়লা-আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠছে। অন্যদিকে পৌরবাসী আধুনিক বাসস্ট্যান্ডের সুবিধা থেকে বঞ্চিত থাকছে। গলাচিপা পৌরসভা গঠিত হয়েছে ১৯৯৭ সালে। পর্যায়ক্রমে পৌরসভা প্রথম শ্রেণীতে উন্নীত হয়েছে। কিন্তু পৌর কর্তৃপক্ষ এ দীর্ঘ সময়ে একটি আধুনিক বাসস্ট্যান্ড নির্মাণে ব্যর্থ হয়েছে। কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ২০১২ সালে পৌর কর্তৃপক্ষ একটি আধুনিক মানের বাসস্ট্যান্ড নির্মাণে প্রথম উদ্যোগ নেয়। ওই সময়ে দাতা সংস্থা কোস্টাল টাউন এনভায়রনমেন্টাল ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (সিটিইআইপি) থেকে অর্থ বরাদ্দের আশ্বাস দেয়া হয়। যার ভিত্তিতে পৌর কর্তৃপক্ষ পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের গলাচিপা-চিকনিকান্দি সড়কের বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের পাশে প্রস্তাবিত বাসস্ট্যান্ডের জন্য জমি নির্ধারণ করে। কিন্তু পরে ওই প্রকল্প থেকে অর্থের যোগান পাওয়া যায়নি। ফলে বাসস্ট্যান্ড নির্মাণ প্রকল্প ঝুলে যায়। বিষয়টির সত্যতা স্বীকার করে পৌরসভার সচিব মোঃ সাইফুর রহমান জানান, দাতা সংস্থার আশ্বাসের প্রেক্ষিতে পৌরসভার নিজস্ব অর্থায়নে অর্ধেকেরও বেশি জমিতে মাটি দিয়ে ভরাট করা হয়। এর এক বছর পর সিটিইআইপির অর্থ ছাড় করার কথা থাকলেও পরে তারা অপারগতা প্রকাশ করে। ফলে ঝুলে যায় বাসস্ট্যান্ড নির্মাণের কাজ। গলাচিপা পৌরসভার প্রকৌশল বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আবুল আউয়াল এ প্রসঙ্গে বলেন, সিটিইআইপির আর্থিক সহযোগিতা পাওয়ার আশ্বাসে আমরা আধুনিক বাসস্ট্যান্ডের কাজ শুরু করেছিলাম। প্রাথমিকভাবে সেখানে প্রায় তিন লাখ টাকার মতো খরচ হয়েছে। পরবর্তী সময় সিটিইআইপি থেকে এ কাজের জন্য অর্থ বরাদ্দ না দেয়ায় কাজটি থেমে যায়। এ প্রসঙ্গে গলাচিপা পৌর মেয়র আহসানুল হক তুহিন বলেন, গলাচিপা পৌরসভায় আধুনিক বাসস্ট্যান্ড নির্মাণের জন্য সিটিইআইপি থেকে অর্থ বরাদ্দের আশ্বাস দেয়ায় আমরা নিজেদের অর্থায়নে কাজ শুরু করেছি। কিন্তু পরবর্তীতে সিটিইআইপি থেকে আমাদের অর্থ বরাদ্দ দেয়া হয়নি। আমরা নতুন করে অর্থ বরাদ্দ চেয়ে চাহিদাপত্র দেব। অর্থের বরাদ্দ পেলে বাসস্ট্যান্ডের নির্মাণ কাজ সম্পন্ন করা হবে। এ বিষয়ে জানতে চাইলে সিটিইআইপির পরিচালক আনোয়ার হোসেন বলেন, আধুনিক বাসস্ট্যান্ড নির্মাণের জন্য অর্থের বরাদ্দ চেয়ে গলাচিপা পৌরসভার কোন চাহিদাপত্র আমাদের কাছে নেই। পৌরসভা কর্তৃপক্ষ চাহিদাপত্র দিলে আমরা বিবেচনা করতে পারব।
×