ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রাম রেলস্টেশন ১৫ বছর ধরে পরিত্যক্ত

প্রকাশিত: ০৪:৪৬, ৮ ডিসেম্বর ২০১৮

কুড়িগ্রাম রেলস্টেশন ১৫ বছর ধরে পরিত্যক্ত

স্টাফ রিপোর্টার ॥ শত বছরের কুড়িগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন ১৫ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। দখলদাররা বাড়িঘরসহ নানা ধরনের স্থাপনা নির্মাণ করলেও এ নিয়ে রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেই কোন তৎপরতা। এদিকে পুরাতন স্টেশনের জায়গা পৌরসভা কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের বিষয়টি ১৪ বছর ধরে চিঠি চালাচালিতে ঝুলে আছে। রেল কর্তৃপক্ষ বলছে, প্রস্তাবনাটি খতিয়ে দেখা হবে। শত বছর আগে লালমনিরহাটের তিস্তা রেলওয়ে জংশন থেকে কুড়িগ্রাম পর্যন্ত রেলপথ চালু হলে শহরের শেষ প্রান্তে স্থাপন করা হয় কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন। এরপর ১৯৬৮ সালের দিকে শহরে ঢোকার পথে কালে নামক এলাকায় কুড়িগ্রাম নতুন রেলওয়ে স্টেশন স্থাপন করে চিলমারী পর্যন্ত রেলপথ সম্প্রসারণ করা হয়। এতে অপ্রয়োজনীয় হয়ে পড়ে পুরাতন স্টেশনটি। এ অবস্থায় ২০০৩ সালে নতুন রেলওয়ে স্টেশন থেকে পুরাতন রেলওয়ে স্টেশন পর্যন্ত ৩ কিলোমিটার ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হলে স্টেশনটি পরিত্যক্ত হয়ে পড়ে। এই সুযোগে প্ল্যাটফর্ম থেকে শুরু করে পুরো ইয়ার্ডের প্রায় ২০ একর জায়গা বেদখল হয়ে যাচ্ছে। স্থানীয়রা বলেন, ‘এত বড় জায়গাটা পড়েই আছে। কিছু একটি করলে আমাদের কাজে আসে। জায়গাটা জাঁকজমক হয়ে উঠবে। তাহলে আমরা কর্ম করে খেতে পারতাম।’ এখানে পরিকল্পনা মাফিক ট্রাক-নৈশকোচ স্ট্যান্ডসহ কর্মসংস্থানমূলক কিছু করা যেতে পারে বলে মনে করেন শহরের সাবেক মেয়র আবু বকর সিদ্দিক। তিনি বলেন, ‘এখানে পরিকল্পনা মাফিক বাসস্ট্যান্ড, মার্কেট কিংবা শিশুপার্ক করা জরুরী হয়ে পড়েছে।’
×