ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যারা দেশের উন্নয়নে কাজ করবে এমন প্রার্থীই চায় নারায়ণগঞ্জবাসী

প্রকাশিত: ০৪:৪৭, ৮ ডিসেম্বর ২০১৮

 যারা দেশের উন্নয়নে কাজ করবে এমন প্রার্থীই  চায় নারায়ণগঞ্জবাসী

মোঃ খলিলুর রহমান, নারায়ণগঞ্জ ॥ আগামী ৩০ ডিসেম্বর দেশব্যাপী একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার দেশের সকল রাজনৈতিক দলই এ নির্বাচনে অংশ নিচ্ছে। ইতোমধ্যে নির্বাচনে অংশ নিতে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ১০ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর থেকেই শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। প্রাচ্যের ড্যান্ডিখ্যাত নারায়ণগঞ্জের ৫টি সংসদীয় আসন রয়েছে। এ নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জের সাধারণ ভোটার, নতুন ও প্রবীণ ভোটারদের আগ্রহের কমতি নেই। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টিসহ সকল রাজনৈতিক নেতাকর্মী ও সমর্থকদের মধ্যেও বিরাজ করছে উৎসবের আমেজ। নারায়ণগঞ্জের গুণীজন, ছাত্র-জনতা ও সাধারণ ভোটারদের নির্বাচিত প্রতিনিধিদের কাছে রয়েছে নানান ধরনের আশা-আকাক্সক্ষা ও চাওয়া-পাওয়া। তারা যোগ্য, সৎ, শিক্ষিত ও ব্যক্তিত্বসম্পন্ন প্রার্থীকে নির্বাচন করতে চান। বৃহস্পতিবার নারায়ণগঞ্জের কয়েকজন গুণীজন, ছাত্র-জনতা ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা হয় জনকণ্ঠের এ প্রতিবেদকের। তারা নানা ধরনের অভিব্যক্ত প্রকাশ করেন। নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের ভোটার এ্যাডভোকেট এবি ছিদ্দিক বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অবশ্যই সৎ, দেশপ্রেমিক, কর্মঠ প্রার্থী চাই। যারা নিঃস্বার্থ ত্যাগ করে হলেও মানুষের জন্য কাজ করবে, স্থানীয়ভাবে যাতে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। মাদক, লুটপাট, সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে কাজ করবে। এছাড়াও যারা এলাকার উন্নয়নের জন্য কাজ করবে এ ধরনের যোগ্যতা যাদের আছে এ ধরনের প্রার্থীকেই আমরা চাচ্ছি। নারায়ণগঞ্জ-৫ আসনের আরেক ভোটার ও নগরীর খানপুর এলাকার নবীন ভোটার জাহাঙ্গীর আলম বলেন, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। প্রতিবারেই একই ব্যক্তি আসুক এটা আমরা চাই না। আমরা নতুনদের প্রার্থী হিসেবে দেখতে চাই। সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে যে প্রার্থী কাজ করবে আমরা তাকেই ভোট দিব। নারায়ণগঞ্জ-২ আসন আড়াইহাজারের পুরিন্দা এলাকার ভোটার পারভীন আক্তার বলেন, নারী উন্নয়নে যে প্রার্থী কাজ করবে ও নারীদের কর্মসংস্থানের সুযোগ করে দিবে এ ধরনের প্রার্থীকেই আমরা ভোট দিয়ে নির্বাচিত করব। নারায়ণগঞ্জ-৪ আসনের ভোটার ও আদমজী নগর এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম শহিদুল ইসলাম সরকার বলেন, যে প্রার্থী এলাকার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে এ ধরনের প্রার্থীকে আমরা নির্বাচিত করতে চাই। এছাড়াও যে প্রার্থী যুবসমাজ ও দেশের উন্নয়ন করতে পারবে সে ধরনের প্রার্থীকেই আমরা চাচ্ছি। প্রতিবছর বর্ষা মৌসুমে আমরা ডিএনডি’র জলাবদ্ধতার শিকার হই। যে প্রার্থী ডিএনডি’র থেকে জলাবদ্ধতা মুক্ত করতে পারবে এ ধরনের প্রার্থীকেই আমরা ভোট দেব। নারায়ণগঞ্জ-৩ আসনের ভোটার ও সাদীপুর বাজার এলাকার ব্যবসায়ী ননী গোপাল বলেন, যে প্রার্থী সৎ, দেশের জন্য কাজ করবে, এলাকার উন্নয়ন করবে ও জনগণের সেবায় নিয়োজিত থাকবে এ ধরনের প্রার্থীকেই আমরা ভোট দেব। নারায়ণগঞ্জ-১ আসনের ভোটার ও ভুলতা স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লা বলেন, যে প্রার্থী দেশের মঙ্গলের জন্য জনগণের সঙ্গে সম্পৃক্তা রয়েছে, জনগণকে সময় দিতে পারবে, জনগণের জন্য কাজ করবে এবং নিজস্ব অর্থায়নে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো, রাস্তাঘাট, পুল-কালভার্ড নির্মাণ করতে পারে ও দুর্নীতির উর্ধে থেকে যে কাজ করতে পারে এ ধরনের প্রার্থীকেই আমরা চাচ্ছি।
×