ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঐক্যফ্রন্ট জামায়াতের পকেটে ॥ আইনমন্ত্রী

প্রকাশিত: ০৫:১৩, ৮ ডিসেম্বর ২০১৮

 ঐক্যফ্রন্ট জামায়াতের  পকেটে ॥ আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপি চুরি করে অভ্যস্ত। তাই তারা মনে করে নির্বাচনে চুরি হবে। এ জন্য তারা পাহারা বসাতে চায়। আওয়ামী লীগের আমলে সুষ্ঠু নির্বাচন হয়। আসন্ন নির্বাচনে ঠিকই সুষ্ঠু নির্বাচন হবে। তিনি শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের মাঝিগাছা গ্রামে দোয়া মাহফিলে এ কথা বলেন। এ সময় তিনি ঐক্যফ্রন্টকে ইঙ্গিত করে বলেন, তাদের আসল রূপ বেরিয়ে গেছে। তারা আগেও জামায়াতের পকেটে ছিল, এখনও আছে। দোয়া মাহফিলে আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীনসহ উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী কসবা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় বিনাউটি ইউপির বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ বিজয় হলে বাংলাদেশের বিজয় হবে। আমার বিশ্বাস কসবা-আখাউড়ার জনগণ আওয়ামী লীগকে বিজয় করে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে পরিচিত করবে। ভোট কেন্দ্র পরিদর্শনকালে কসবা উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট আনিসুল হক ভূইয়া, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক এ্যাডভোকেট রাশেদুল কাওছার ভূইয়া জীবন, এমজি হাক্কানী, স্থানীয় ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট ইকবাল হোসেন, বিনাউটি আওয়ামী লীগের সভাপতি কামাল হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল হামিদ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
×