ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দিবারাত্রি টেস্টের দর্শক ধরে রাখতে চায় অস্টেলিয়া

প্রকাশিত: ১৮:১৩, ৮ ডিসেম্বর ২০১৮

দিবারাত্রি টেস্টের দর্শক ধরে রাখতে চায় অস্টেলিয়া

অনলাইন ডেস্ক ॥ ২০১৫ সাল থেকে প্রতি বছরই অ্যাডিলেড স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচ খেলা হচ্ছে। কিন্তু এবার ভারতীয় ক্রিকেট বোর্ড দিবারাত্রির ম্যাচ খেলার বিষয়টি নাকচ করে দেয়। অস্টেলিয় ক্রিকেট বোর্ডের প্রধান কেভিন রবার্ট বলেন, দিবারাত্রির ম্যাচ দেখার বেশ ভাল দর্শক রয়েছে। আমরা তাদের ধরে রাখতে চাই। আমি বরাবরই দিবারাত্রির টেস্ট খেলার পক্ষে। কিন্তু আমি কি চাই সেটা কথা নয় বরং দর্শকরা কি পছন্দ করে সেটাই মুখ্য বিষয়। আইসিসির বর্তমান নিয়মানুযায়ী, সফরকারী দল ইচ্ছে করলে দিবারাত্রির টেস্ট ম্যাচ খেলার বিষয়টি বাতিল করে দিতে পারবে। রবার্ট আশা করেন বিসিসিআই তাদের মতামত পরিবর্তন করে গোলাপী বলের টেস্ট খেলতে সম্মত হবে। তিনি বলেন, আমরা দিবারাত্রির টেস্টম্যাচের ব্যাপারে আশাবাদী। যদিও ভারতের টেস্ট খেলা নিয়ে নিজস্ব মতামত রয়েছে। আমরা সমর্থকদের অনুভূতিকে গুরুত্ব দিতে চাই। নিশ্চই কোন একসময় আমরা দিবারাত্রি টেস্ট খেলব।
×