ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতে ‘মৈত্রী পুরস্কার’ পেলেন অপু বিশ্বাস

প্রকাশিত: ০১:২৪, ৮ ডিসেম্বর ২০১৮

ভারতে ‘মৈত্রী পুরস্কার’ পেলেন অপু বিশ্বাস

অনলাইন রিপোর্টার ॥ ভারতে পুরস্কৃত হলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। ‘তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসব-আয়না ২০১৮’র মঞ্চে শুক্রবার (৭ ডিসেম্বর) তিনি এ পুরস্কার লাভ করেন। হায়দরাবাদের প্রসাদ ল্যাব বানজারা হিলসে উৎসবটির আয়োজন করেছে হায়দরাবাদ বাংলা সমিতি। আপু বিশ্বাসকে উৎসবের শুভেচ্ছা দূত হিসেবেও মনোনীত করা হয়। উৎসবে অপু বিশ্বাসকে শুভেচ্ছাদূত হিসেবে মনোনীত করার ব্যাপারে তত্ত্বাবধায়ক সুমনা কাঞ্জিলাল বলেন, ‘শুধু সিনেমার মানুষ বলেই এই পুরস্কার দেওয়া হচ্ছে না অপুকে। এর বাইরেও একজন ব্যক্তিত্ববান ভালো মানুষ হিসেবে আমরা তাঁকে শুভেচ্ছাদূত মনোনীত করেছি এবং মৈত্রী পুরস্কার দিচ্ছি।’ উৎসবে অপুর সাথে ‘দুই বাংলা মৈত্রী পুরস্কার’ পেয়েছেন টালিউড হিরো দেবও। তিনি বলেন, ‘অপু দিদির আমাদের মধ্যে উপস্থিত আছেন এটা আমাদের জন্য অনেক সম্মানের। আর কলকাতা থেকে এত দূরে বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে আসতে পেরে আমি আপ্লুত।’ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, দেব, রুক্মিণী মৈত্র, বিশ্বজিৎ চ্যাটার্জি, অপু বিশ্বাসসহ আরও অনেকে। গতকাল বিকেলে ‘আত্মজা’ ছবির প্রদর্শনীর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী বলেন, ‘ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক ভালো। এ ধরনের অনুষ্ঠান আরও হোক। বাংলার সংস্কৃতিকে সমৃদ্ধ করতে বাংলাদেশ সব সময় ভারতের সঙ্গে আছে।’ আর অপু বিশ্বাস বলেছেন, ‘সম্মাননাকে সম্মানের চোখেই দেখতে হবে। তবে এই উৎসবে আমার সিনেমা থাকলে আরও বেশি ভালো লাগত। যা-ই হোক, এটি তো সিনেমাসংক্রান্ত পুরস্কার। এতেই আমি খুশি।’ উৎসবে বাংলাদেশ ও ভারতের ১০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্যে চারটি বাংলাদেশের, পাঁচটি কলকাতার ও একটি তামিলনাড়ুর চলচ্চিত্র। বাংলাদেশের চারটি ছবি হলো ‘অজ্ঞাতনামা’, ‘খাঁচা’, ‘কালের পুতুল’ ও ‘ড্রেসিং টেবিল’। ‘তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসব-আয়না ২০১৮’ শেষ হবে আগামী রবিবার।
×