ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ওয়েস্ট ইন্ডিজকে ১৯৫ রানে থামাল বাংলাদেশ

প্রকাশিত: ০০:২৭, ৯ ডিসেম্বর ২০১৮

ওয়েস্ট ইন্ডিজকে ১৯৫ রানে থামাল বাংলাদেশ

অনলাইন রিপোর্টার ॥ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ানডে মাশরাফি ও মুস্তাফিজের অসাধারণ বলিং নৈপুন্যে ১৯৫ রানে বাংলাদেশ থামাল তাদের। রয়ে সয়ে খেলতে গিয়ে লড়াকু পুঁজি দাঁড় করাতে পারেনি সফরকারী দল। নির্ধারিত ৫০ ওভারে তারা তুলেছে ৯ উইকেটে ১৯৫ রান। অর্থাৎ জিততে হলে বাংলাদেশের চাই ১৯৬ রান। নিজেদের ব্যাটিং শক্তিমত্তাকে বিবেচনায় রেখে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে স্বাগতিক বাংলাদেশও দুই প্রান্তে স্পিনার দিয়ে ম্যাচ শুরু করে। দুই ওপেনার পাওয়েল ও হোপ প্রথম কয়েক ওভার দেখেশুনে কাটিয়ে দিলেও অষ্টম ওভারে কাজের কাজ করেন সাকিব।শেষ দিকের ব্যাটসম্যানদের সৌজন্যে শেষ পর্যন্ত লড়ার মতো স্কোর পেল ওয়েস্ট ইন্ডিজ। সাতে নেমে রোস্টন চেইস করেছেন ৩২, আটে নেমে কিমো পল করেছেন ৩৬। সপ্তম উইকেটে এসেছে ইনিংসের একমাত্র ফিফটি জুটি। উইকেট মন্থর, খানিকটা অসমান বাউন্সও আছে। তার পরও টস জিতে ব্যাটিংয়ে নেমে এই রানে হতাশ হওয়ার কথা ক্যারিবিয়ানদের। তবে এক পর্যায়ে ১২৭ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল তারা। সেখান থেকে শেষ পর্যন্ত দুইশর কাছে যেতে পারাও তাদের জন্য একদিক থেকে স্বস্তির। নিজের ২০০তম ওয়ানডে দারুণ বোলিংয়ে রাঙিয়েছেন মাশরাফি। প্রথম স্পেলে টানা ৭ ওভারে দিয়েছিলেন কেবল ১৪ রান। শেষ পর্যন্ত ৩০ রানে ৩ উইকেট নিয়ে দলের সেরা বোলার বাংলাদেশ অধিনায়ক। শেষ ওভারে দুটিসহ মুস্তাফিজ ৩ উইকেট নিয়েছেন ৩৫ রানে। নতুন বলে প্রথম স্পেলে ৭ ওভারে মাত্র ১৭ রান দেওয়া মিরাজ ১০ ওভারে ৩০ রানে নিয়েছেন ১ উইকেট। সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ১৯৫/৯ (পাওয়েল ১০, হোপ ৪৩, ব্রাভো ১৯, স্যামুয়েলস ২৫, হেটমায়ার ৬, পাওয়েল ১৪, হেইস ৩২, পল ৩৬, রোচ ৫*, বিশু ০, টমাস ০*; মিরাজ ১০-০-৩০-১, সাকিব ১০-০-৩৬-১, মুস্তাফিজ ১০-০-৩৫-৩, মাশরাফি ১০-০-৩০-৩, রুবেল ১০-০-৬১-১)।
×