ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আগামী অর্থবছরেই নতুন ভ্যাট আইন ॥ এনবিআর চেয়ারম্যান

প্রকাশিত: ০২:৪৬, ৯ ডিসেম্বর ২০১৮

আগামী অর্থবছরেই নতুন ভ্যাট আইন ॥ এনবিআর চেয়ারম্যান

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী অর্থবছর থেকে নতুন ভ্যাট আইন কার্যকর হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। আর বছরের শুরু থেকে ব্যবসায়িক প্রতিষ্ঠানে ইসিআরের বদলে নতুন যন্ত্র ইলেক্ট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি)’র প্রসার ঘটাতে কার্যক্রম চলবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। রবিবার দুপুরে রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে এনবিআর। প্রতিবছরের মতো আজ সোমবার জাতীয় ভ্যাট দিবস উদযাপিত হবে। আর ১০ থেকে ১৫ ডিসেম্বর সারা দেশে পালিত হবে ভ্যাট সপ্তাহ। ভ্যাট দিবসের এবারের স্লোগান ‘ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন’। এনবিআর চেয়ারম্যান জানান, নির্বাচনের কারণে এবারের ভ্যাট দিবসে কোন র‌্যালি অনুষ্ঠিত হবে না। তবে এনবিআর প্রাঙ্গণে বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্বের অংশগ্রহণে এক আলোচনা অনুষ্ঠিত হবে। আর বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীদের সম্মাননা অনুষ্ঠিত হবে। সেখানে অনুষ্ঠিত হবে এক আলোচনাও। এদিকে, ভ্যাট দিবস উপলক্ষে নগরীর বিভিন্ন সড়ক ব্যানার ও ফেস্টুন সেজেছে। এসব ব্যানারে উঠে আসছে ভ্যাট বিষয়ক সচেতনতার কথা। মুঠোফোনেও ভ্যাট দিবসের বার্তা পাঠানো হয়েছে। বিভিন্ন টেলিভিশনেও থাকবে সচেতনতামূলক অনুষ্ঠান। সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান বলেন, ২০১৯ সালের জুলাই মাস থেকে নতুন ভ্যাট আইন কার্যকর করা হবে। আইনে কিছুটা সংস্কার আনা হবে। সকল পণ্যের উপর ১৫ শতাংশ হারে ভ্যাট আরোপ করাÑ এটি একটু অসুবিধা হয়ে যায়, কয়েকটি স্তর হবে। ভ্যাটের সকল স্তরে অনলাইন সিস্টেম চালুর প্রক্রিয়া চলছে।
×