ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

অষ্টম শ্রেণির পড়াশোনা -বিষয় ॥ বিজ্ঞান পৃথিবী ও মহাকর্ষ

প্রকাশিত: ০৭:১৪, ১০ ডিসেম্বর ২০১৮

অষ্টম শ্রেণির পড়াশোনা -বিষয় ॥ বিজ্ঞান পৃথিবী ও মহাকর্ষ

(পূর্ব প্রকাশের পর) ৯৬। স্প্রিং নিক্তি অনেক সময় কোন এককে দাগাঙ্কিত থাকে? উত্তর : কিলোগ্রাম এককে ৯৭। বৈজ্ঞানিক হিসাব নিকাশের সময় ওজন কোন এককে পরিমাপ করতে হবে? উত্তর : নিউটন এককে ৯৮। বস্তুর মৌলিক ধর্ম নয় কী? উত্তর : বস্তুর ওজন ৯৯। স্থানভেদে বস্তুর কী পরিবর্তন হয়? উত্তর : বস্তুর ওজন ১০০। পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন কত? উত্তর : শূন্য ১০১। কোনো বস্তুর ভর কী? উত্তর : মৌলিক রাশি ১০২। পৃথিবীর আহ্নিক গতির জন্য ওজনের কী পরিবর্তন ঘটে? উত্তর : ওজন বৃদ্ধি পায় ১০৩। অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর ত্বরণ কী হবে? উত্তর : সুষম ত্বরণ ১০৪। কোনো বস্তুর ওজন ৯.৮১ নিউটন হলে তার ভর কত? উত্তর : ১ কেজি ১০৫। কোনো বস্তুর ওজন ১৯.৬২ হলে তার ভর কত? উত্তর : ২ কেজি ১০৬। ভর ও ওজনের মধ্যে কোনটি পরিবর্তন হয় না উত্তর : ভর ১০৭। পৃথিবীর কেন্দ্রে ১০ কেজি ভরের বস্তুর ওজন কত? উত্তর : শূন্য ১০৮। বস্তুর ওজন কীসের উপর নির্ভর করে না? উত্তর : বস্তুর ভরের উপর ১০৯। বস্তুর উপর পৃথিবীর কোথায় কোনো আকর্ষণ থাকবে না? উত্তর : কেন্দ্রে ১১০। চাঁদে কোনো বস্তুর ওজন যখন ভিন্ন হয় তখন ভরের কী পরিবর্তন হয়? উত্তর : কোনো পরিবর্তন হবে না ১১১। চন্দ্রপৃষ্ঠে একজন লোকের ওজন ভূপৃষ্ঠের তুলনায় Ñ উত্তর : কম ১১২। পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ভর ১০ কেজি হলে চন্দ্রে এর ভর কত হবে উত্তর : ১০ কেজি ১১৩। কোনো বস্তুর ভর ২০ কেজি হলে ঐ বস্তুর অভিকর্ষ বল কত হবে? উত্তর : ১৯৬ নিউটন ১১৪। পৃথিবীর কোনো স্থানে অভিকর্ষজ ত্বরণ ৯.৮ মিটার / সেকেন্ড ২ এবং ঐ স্থানে বস্তুর ওজন ৯৮০ কেজি হলে বস্তুর ভর কত? উত্তর : ১০০ কেজি ১১৫। ভূপৃষ্ঠে একটি বস্তুর ওজন ৭২ নিউটন হলে চাঁদে এর ওজন কত হবে? উত্তর : ১২ নিউটন ১১৬। চাঁদে একটি বস্তুর ওজন ৯০ নিউটন হলে, ভূপৃষ্ঠে এর ওজন কত হবে? উত্তর : ৫৪০ নিউটন ১১৭। ভূপৃষ্ঠে একটি বস্তুর ওজন ৫০ নিউটন হলে এর ভর কত হবে? উত্তর : ৫.১ কেজি ১১৮। ৭০ কেজি ভরের একজন মহাশূন্যচারীর ভর চাঁদের কক্ষপথে কত থাকবে? উত্তর : ৭০ কেজি। ১১৯। পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক করা সম্ভব হলে অভিকর্ষজ ত্বরণের মান কেমন হবে? উত্তর : ৪ গুণ হবে ১২০। বিষুবীয় অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান কম হওয়ার জন্য দায়ী? উত্তর : পৃথিবীর ব্যাসার্ধ ১২১। কোন একক ব্যবহার করে বেশি ভরকে মাপা হয়? উত্তর : মেট্রিক টন ১২২। কোনো বস্তুর ওজন ৪৯২ নিউটন হলে এর ভর কত? উত্তর : ৫০.২০ গ্রাম ১২৩। লিফটের চেইন ছিড়ে যাওয়ায় লিফটে দাড়ানো একজন লোকের ওজন হবে? উত্তর : শূন্য ১২৪। লিফট যদি মুক্তভাবে নিচে পড়ে তবে লিফটের সাপেক্ষে আমাদের ত্বরণ কত হবে? উত্তর : শূন্য ১২৫। লিফটের কোন অবস্থার জন্য কোনো ব্যক্তি নিজেকে ওজনহীনতা অনুভব করতে পারে? উত্তর : লিফটটি যখন ম ত্বরণে নিচে নামে ১২৬। বস্তুর কোন ধর্ম এর অবস্থান,আকৃতি ও গতি পরিবর্তনের জন্য পরিবর্তিত হয় না? উত্তর : ভর ১২৭। পৃথিবী সকল বস্তুকে কোন দিকে টানে? উত্তর : তার নিজের দিকে ১২৮। আকর্ষণ সম্পর্কিত নিউটনের সূত্রটি কী নামে পরিচিত? উত্তর : নিউটনের মহাকর্ষ সূত্র
×