ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সুধীর বরণ মাঝি;###;সিনিয়র শিক্ষক, হাইমচর কলেজ, হাইমচর-চাঁদপুর।;###;মোবাইল : ০১৭৯৪৭৭৭৫৩৫

নবম-দশম শ্রেণির পড়াশোনা -বিষয় ॥ হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা

প্রকাশিত: ০৭:১৮, ১০ ডিসেম্বর ২০১৮

নবম-দশম শ্রেণির পড়াশোনা -বিষয় ॥ হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা

প্রথম অধ্যায় (প্রথম পরিচ্ছেদ) প্রস্তুতি-২ বহুনির্বাচনী-৩০ ১। কার মধ্যে সকল কিছুর অবস্থান? (ক) পুরোহিত (খ) ব্রাক্ষ্মণ (গ) ব্রক্ষ্ম (ঘ) কর্ম। ২। ওঁ-এর পূর্ণ রূপ কী ? (ক) ওঁ-ম (খ) অ-উ-ম (গ) অ-ম (ঘ) উ-ম। ৩। স্রষ্টা ছাড়া কিসের কল্পনা যায় না ? (ক) বায়ু (খ) দেব-দেবী (গ) জল (ঘ) সৃষ্টি। ৪। যোগীর কাছে ঈশ্বর হলেন - (ক) জীবআত্মা (খ) পরমাআত্মা (গ) অবতার (ঘ) ঋষি। ৫। জগতের আদি কারণ কে? (ক) ঈশ্বর (খ) দেবতা (গ) সৃষ্টি (ঘ) শূন্য। ৬। চিকিৎশাস্ত্রে পারদর্শী কে ? (ক) দুর্গা (খ) শিব (গ) গণেশ (ঘ) রাম। ৭। ঈশ্বর যেখানে পরিব্যক্তি- (i) সর্বজীবে (ii) সমগ্রবিশ্বে (iii) শুধুমাত্র পৃথিবীতে। নিচের কোনটি সঠিক (ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii ৮। ঈশ্বর হলেন জগতের - (i) পালনকর্তা (ii) সৃষ্টিকর্তা (iii) ধ্বংসকর্তা। নিচের কোনটি সঠিক (ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii উত্তর: ১(গ), ২(খ), ৩(ঘ), ৪(খ), ৫(ক), ৬(খ), ৭(ক), ৮(ঘ),
×