ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আফগান সরকারকে আলোচনার শর্ত দিল তালেবান

প্রকাশিত: ১৮:৪০, ১০ ডিসেম্বর ২০১৮

আফগান সরকারকে আলোচনার শর্ত দিল তালেবান

অনলাইন ডেস্ক ॥ আফগানিস্তানের তালেবান দেশটির সরকারের সঙ্গে আলোচনায় বসার পূর্বশর্ত হিসেবে কারাগারে আটক সব তালেবান সদস্যকে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে। সম্প্রতি তালেবান গোষ্ঠী তাদের কোনো কোনো সূত্রের মাধ্যমে আফগান গণমাধ্যমকে জানিয়েছে, আফগানিস্তানের বিভিন্ন কারাগারে বর্তমানে ১০ হাজার তালেবান বন্দি রয়েছে। সরকারকে আস্থা সৃষ্টির অংশ হিসেবে এসব বন্দিকে মুক্তি দিতে হবে। আফগান গণমাধ্যম জানিয়েছে, তালেবানের হাতেও আফগান সরকারের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় তিন হাজার ব্যক্তি আটক রয়েছে। আফগানিস্তানের তালেবান সাম্প্রতিক সময়ে আমেরিকার সঙ্গে সরাসরি আলোচনায় বসলেও কাবুল সরকারের সঙ্গে সংলাপে বসতে অস্বীকৃতি জানিয়ে আসছিল। আফগান সরকার তালেবান বন্দিদের মুক্তি দেয়ার সর্বশেষ দাবি সম্পর্কে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।
×