ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আজহারকে মুক্তি দিলে আমাকে নয় কেন ॥ শ্রীশান্ত

প্রকাশিত: ১৮:৪৪, ১০ ডিসেম্বর ২০১৮

আজহারকে মুক্তি দিলে আমাকে নয় কেন ॥ শ্রীশান্ত

অনলাইন ডেস্ক ॥ ভারতীয় ক্রিকেট বোর্ড শ্রীশান্তের আজীবন নির্বাসনের শাস্তি দিয়েছে। বহুবার সেই রায়ের বিরুদ্ধে আপিল করেও কোন ফল পাননি শ্রীশান্ত। এক ইংলিশ কাউন্টি ক্লাব শ্রীশান্তকে খেলার প্রস্তাব দিয়েছে। কিন্তু বিসিসিআই'র নিষেধাজ্ঞার জন্য তিনি খেলতে পারছেন না। হতাশা বাড়ছে। ক্রিকেটে ফেরার রাস্তা খুঁজে পাচ্ছেন না এই পেসার। চার বছর হয়ে গেল তাঁর নির্বাসন পর্বের। ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময় হারিয়ে ফেলেছেন নির্বাসনের অন্ধকার পর্বে। ২০১৩ আইপিএল স্পট ফিক্সিং কাণ্ডে নাম জড়িয়েছিল শ্রীশান্তের। একইভাবে ফিক্সিং কাণ্ডে নাম জড়িয়েছিল ভারতের আরেক প্রাক্তন তারকা মোহাম্মদ আজহার উদ্দিনের। তবে ২০১২ সালে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট আজহারের উপর থেকে নির্বাসন তুলে নেওয়ার নির্দেশ দেয় বিসিসিআইকে। আদালতের পক্ষ থেকে বলা হয়, বিসিসিআইয়ের দেওয়া শাস্তির বিধান বেআইনি। শ্রীশান্ত এবার তাই আজহারের উদাহরণ টানলেন। বললেন, ''যদি আজহারকে শাস্তি থেকে নিষ্কৃতি দেওয়া হয় তা হলে আমাকে নয় কেন?'' শ্রীশান্তের আইনজীবী সালমান খুরশিদ বলছেন, ''আমার মক্কেলের এমনিতেই ৩৫ বছর বয়স হয়ে গেছে। এই বয়সে ওর পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা মুশকিল। তবে ওর কাছে বেশ কয়েকটা কাউন্টি ক্লাবের অফার রয়েছে। আজীবন নির্বাসনের শাস্তি তুলে অন্তত ওকে ক্লাব ক্রিকেটে খেলতে দেওয়া উচিত।'' এদিকে বিসিসিআই'র আইনজীবী পরাগ ত্রিপাঠি বললেন, ফিক্সিং প্রসঙ্গে বিসিসিআই কোন আপোস করবে না। তাই শ্রীশান্তের আজীবন নির্বাসন ওঠার সম্ভাবনা কম। প্রসঙ্গত, সব মিলিয়ে ৩৬ জন অভিযুক্ত ছিলেন স্পট ফিক্সিং কাণ্ডে। তার মধ্যে শ্রীশান্ত, অঙ্কিত চভন ও অজিত চাণ্ডিলার মতো ক্রিকেটাররা ছিলেন। ২০১৫ সালে পাতিয়ালা হাউস কোর্ট শ্রীশান্তকে অভিযোগ থেকে অব্যহতি দেয়। কিন্তু আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে ফের আপিল করে দিল্লি পুলিশ।
×