ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

স্থিতিশীল মধ্যপ্রাচ্য প্রতিষ্ঠায় মনোযোগ দিন ॥ নেতানিয়াহুকে পুতিন

প্রকাশিত: ১৮:৪৬, ১০ ডিসেম্বর ২০১৮

স্থিতিশীল মধ্যপ্রাচ্য প্রতিষ্ঠায় মনোযোগ দিন ॥ নেতানিয়াহুকে পুতিন

অনলাইন ডেস্ক ॥ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি স্থিতিশীল মধ্যপ্রাচ্য বজায় রাখার গুরুত্ব সম্পর্কে ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আবারো স্মরণ করিয়ে দিয়েছেন। লেবানন সীমান্তের কাছে সম্প্রতি ইসরাইল অভিযান চালানোর পর পুতিনের পক্ষ থেকে এ বক্তব্য এলো। প্রেসিডেন্ট পুতিন এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহু টেলিফোনালাপে সাম্প্রতিক ইসরাইলি অভিযানের বিষয়ে আলোচনা করেন বলে সম্প্রতি ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা নিশ্চিত করার গুরুত্ব সম্পর্কে প্রেসিডেন্ট পুতিন এ সময় জোর দিয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে সিরিয়ার বিমান বাহিনীকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ সরবরাহ করার পরিপ্রেক্ষিতে তেল আবিব এবং মস্কোর মধ্যে সম্পর্কের টানাপোড়নের সৃষ্টি হয়। সিরিয়ার আকাশসীমায় রাশিয়ার একটি গোয়েন্দা বিমান ভূপাতিত হওয়ার পরিপ্রেক্ষিতে সিরিয়াকে বিমান প্রতিরক্ষা ব্যব্স্থা দেয়ার সিদ্ধান্ত নেয় মস্কো। ঘটনার জন্য রাশিয়া ইসলাইলকে দায়ী করেছে। বিমানটিতে ১৫ জন সামরিক ব্যক্তিত্ব ছিলেন। তাদের সবাই মারা যান। ক্রেমলিন বলেছে, গত শনিবার নেতানিয়াহুর প্রচেষ্টায় অনুষ্ঠিত টেলিফোন সংলাপে পুতিন বলেন, রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা এবং সমন্বয় বাড়ানোর জন্য ইসরাইলকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে।
×