ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সুইডেনে আমরা আত্মসমর্পণ করতে আসি নি: হুথি মুখপাত্র

প্রকাশিত: ১৮:৫০, ১০ ডিসেম্বর ২০১৮

সুইডেনে আমরা আত্মসমর্পণ করতে আসি নি: হুথি মুখপাত্র

অনলাইন ডেস্ক ॥ ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মুহাম্মাদ আবদুস সালাম বলেছেন, জাতিসংঘের মধ্যস্থতায় যে প্রতিনিধিদল সুইডেনে শান্তি আলোচনায় অংশ নিচ্ছে তারা দেশে শান্তি পুনঃপ্রতিষ্ঠার জন্য গেছেন, আত্মসমর্পণের জন্য নয়। সম্প্রতি লেবাননভিত্তিক আল-মায়াদিন টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। আবদুস সালাম বলেন, পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত প্রতিনিধিদলকে শান্তি আলোচনার জন্য হুথিরা আহ্বান জানায় নি বরং বাস্তবতা হচ্ছে সম্পূর্ণ উল্টো। তিনি বলেন, “জাতীয় সংলাপের বাকি ইস্যুগুলো এগিয়ে নেয়ার জন্য আমরা সাময়িক আলোচনার প্রস্তাব দিয়েছি।” আবদুস সালাম আরো বলেন, হুদাইদা বন্দর সামরিক বাহিনীর কছে হস্তান্তর করা যাবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে- যেসব সহযোদ্ধা বর্তমানে আরব আমিরাতের কারাগারে আটক রয়েছে তাদের মুক্তির বিষয়টি আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সৌদি জোট ইয়েমেনের ওপর দফয় দফায় হামলা চালানো সত্ত্বেও হুথি যোদ্ধা ও ইয়েমেনের সেনাদের অস্ত্র সমর্পণ করার জন্য সৌদি আরব যে আহ্বান জানিয়েছে তাতে আনসারুল্লাহর মুখপাত্র এবং মুখ্য আলোচক আবদুস সালাম বিস্ময় প্রকাশ করেন।
×