ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

হাইকোর্টে কপাল খুললো দুলু-টুকুর

প্রকাশিত: ১৯:৪৮, ১০ ডিসেম্বর ২০১৮

হাইকোর্টে কপাল খুললো দুলু-টুকুর

অনলাইন রিপোর্টার ॥ বিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল মাহমুদ টুকু ও সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মনোনয়নপত্র নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ দুই বিএনপি নেতার অংশ নিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাদের আইনজীবীরা। আজ সোমবার পৃথক রিটের শুনানি নিয়ে এই রায় হয়। রবিবার নিজ নিজ আসনে মনোনয়ন ফিরে পেতে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তারা পৃথকভাবে রিট করেন। এর আগে নিজ এলাকার রিটার্নিং অফিসার তাদের মনোনয়ন বাতিল করেন। এরপর ইসিতে আপিল করার পর ৬ ডিসেম্বর নির্বাচন কমিশনও নাটোর-২ আসনে দুলু ও সিরাজগঞ্জ-২ আসনে টুকুর মনোনয়ন বাতিল করেন। আপিলে ইসির যুক্তি ছিল ফৌজদারি মামলায় দণ্ড থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হল। তবে শেষ পর্যন্ত হাইকোর্টে এসে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেলেন তারা।
×