ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সীতাকুন্ডে পাহাড় থেকে কঙ্কাল উদ্ধার

প্রকাশিত: ২১:৫৯, ১০ ডিসেম্বর ২০১৮

সীতাকুন্ডে পাহাড় থেকে কঙ্কাল উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, সীতাকুন্ড(চট্টগ্রাম) ॥ চট্টগ্রামের সীতাকুন্ডের পাহাড়ের গহীন অরন্য থেকে ২ মাসের অধিক সময়ের ৩৫ বছরের এক অজ্ঞাত নামা পুরুষের কঙ্কাল উদ্ধার করেছে সীতাকু- মডেল থানার পুলিশ। সোমবার সকালে বাঁশবাড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হাজী পাড়া এলাকাস্থ পাহাড়ের থেকে এই কঙ্কাল উদ্ধার করা হয়। জানা যায়, সোমবার সকালে প্রতিদিনের ন্যায় এক কাঠুরিয়া পাহাড়ে কাঠ কাটতে গেলে পাহাড়ের গাছে ঝুলন্ত অবস্থায় এক কঙ্কাল দেখতে পায়। পরে তিনি উক্ত ঘটনাটি স্থানীয় প্রতিনিধিতে অবগত করেন। তিনি সীতাকু- থানাতে বিষয়টি জানাই। সীতাকু- থানার এস.আই এস.এম জুলফিকার হোসেন কঙ্কালটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করে। এ বিষয়ে সীতাকু- থানার এস.আই এস.এম জুলফিকার হোসেন বলেন, স্থানীয় প্রতিনিধির মাধ্যমে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করি। উক্ত কঙ্কালের পরনে একটি লুঙ্গি, মাথায় একটু চুল আছে বলে এই কঙ্কাটিকে পুরুষ বলে সম্মোধন করা যাচ্ছে। আমরা কঙ্কালটি উদ্ধার করি এবং চমেক হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করি।
×