ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নীলফামারীর চারটি আসনে বিভিন্ন দলের ১৯ প্রার্থী প্রতীক পেল

প্রকাশিত: ২২:০০, ১০ ডিসেম্বর ২০১৮

নীলফামারীর চারটি আসনে বিভিন্ন দলের ১৯ প্রার্থী প্রতীক পেল

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আজ সোমবার প্রতিক বরাদ্দ পেল নীলফামারীর চারটি আসনে বিভিন্ন দলের ১৯ প্রতিদ্বন্দি প্রার্থী। এদিন সকাল ১২টার মধ্যেই সকল প্রার্থীদের প্রতিক বরাদ্দের কার্যক্রম শেষ করেন জেলা রিটার্নীং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজিয়া শিরিন। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে চারটি আসনের প্রার্থী ও প্রার্থীদের সকল প্রতিনিধিরা উপস্থিত থেকে প্রতিক বরাদ্দ বুঝিয়ে নেয়। জেলার চারটি আসনে চুড়ান্ত প্রার্থীদের প্রতিক অনুযায়ী দেখা যায়, আওয়ামী লীগের নৌকা প্রতিকে ২ জন, জাতীয়পার্টির লাঙ্গল প্রতিকে ৩ জন, বিএনপির ধানের শীষ প্রতিকে ৪ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতিকে ৪ জন, ন্যাশনাল পিপলস পার্টির আম প্রতিকে ২ জন, বাসদের মই প্রতিকে ১, বাংলাদেশ ন্যাপের গাভী প্রতিকে ১ জন, বিএনএফের টেলিভিশন প্রতিকে ১ জন ও জমিয়তে উলামায়ে বাংলাদেশের খেজুর গাছ প্রতিকে ১ জন সহ ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছে। নীলফামারী ১ (ডোমার-ডিমলা) আসনে আটজন প্রার্থী প্রতিদ্বন্দিতায় রয়েছে। এরা হলেন আফতাব উদ্দিন সরকার (নৌকা), জাফর ইকবাল সিদ্দিকী (লাঙ্গল),রফিকুল ইসলাম (ধানের শীষ), জেবেল রহমান গানী (গাভী), ইউনুছ আলী (মই), সাইফুল ইসলাম(হাতপাখা),সিরাজুল ইসলাম (টেলিভিশন) ও মঞ্জুরুল ইসলাম(খেজুরগাছ)। নীলফমারী ২(সদর) আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছে ৪জন। এরা হলেন আসাদুজ্জামান নুর(নৌকা), মনিরুজ্জামান মন্টু(ধানের শীষ), জহুরুল ইসলাম( হাতপাখা) ও রাবেয়া বেগম(আম)। নীলফামারী ৩ (জলঢাকা) আসনে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছে। এরা হলেন মেজর(অবঃ) রানা মোঃ সোহেল(লাঙ্গল), আজিজুল ইসলাম(ধানের শীষ) ও আমজাদ হোসেন (হাতপাখা)। নীলফামারী ৪ (সৈয়দপুর-কিশোরীগঞ্জ) আসনে চরজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছে। এরা হলেন আহসান আদেলুর রহমান আদেল(লাঙ্গল) আমজাদ হোসেন সরকার ভজে (ধানের শীষ), শহীদুল ইসলাম(হাতপাখা) ও আব্দুল হাই সরকার (আম)।
×