ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেরপুরের ৩টি আসনে ১২ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

প্রকাশিত: ২৩:৫৬, ১০ ডিসেম্বর ২০১৮

শেরপুরের ৩টি আসনে ১২ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের ৩টি আসনে আওয়ামী লীগ ও বিএনপির ৬ প্রার্থীসহ প্রতিদ্বন্দ্বিতায় থাকা ১২ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা ম্যাজিস্ট্রেট আনার কলি মাহবুব প্রার্থী ও প্রতিনিধিদের উপস্থিতিতে ওই প্রতীক বরাদ্দ করেন। তবে ৩টি আসনেই স্বতন্ত্র কোন প্রার্থী না থাকায় প্রত্যেক প্রার্থীর অনুকূলে দলীয় প্রতীকই বরাদ্দ হয়েছে। বরাদ্দকৃত প্রতীকের মধ্যে শেরপুর-১ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত আতিউর রহমান আতিক নৌকা, ঐক্যফ্রন্ট সমর্থিত বিএনপি প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ধানের শীষ, জাতীয় পার্টি মনোনীত উন্মুক্ত প্রার্থী আলহাজ মোঃ ইলিয়াস উদ্দিন লাঙল, ইসলামী আন্দোলনের প্রার্থী এডভোকেট মোঃ মতিউর রহমান হাতপাখা ও সিপিবির প্রার্থী আফিল শেখ কাস্তে প্রতীক পেয়েছেন। একইভাবে শেরপুর-২ (নালিতাবাড়ী-নকলা) আসনে মহাজোট সমর্থিত আওয়ামী লীগ প্রার্থী কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী নৌকা, ঐক্যফ্রন্ট সমর্থিত বিএনপি প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরী ধানের শীষ ও ইসলামী আন্দোলনের প্রার্থী নুরুল ইসলাম হাতপাখা প্রতীক পেয়েছেন। শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন নৌকা, ঐক্যফ্রন্ট সমর্থিত বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল ধানের শীষ, জাতীয় পার্টি মনোনীত উন্মুক্ত প্রার্থী আবু নাছের বাদল লাঙল ও ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুস সাত্তার হাতপাখা প্রতীক পেয়েছেন।
×