ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জামদানি বাজারজাতে লাগবে জিআই সনদ

প্রকাশিত: ০১:১৯, ১০ ডিসেম্বর ২০১৮

জামদানি বাজারজাতে লাগবে জিআই সনদ

অর্থনৈতিক রিপোর্টার ॥ রেশমী সুতা থেকে তৈরি মসলিন জামদানি। বেশ কয়েক বছর ধরে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নে সোতাসী-মজুরদিয়া গ্রামে চলছে তাঁতদের বিরামহীন কাজ। জামদানি উৎপাদন ও বাজারজাত করতে ভৌগোলিক নির্দেশক (জিআই) নিবন্ধন সনদ লাগবে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আবদুল হালিম। গত রবিবার বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনে (বিসিক) এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। তারাবো, রূপগঞ্জ ও নারায়ণগঞ্জে জিআই নিবন্ধন সনদ বিতরণ উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদফতর এবং বিসিক যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ৬৬ জন জামদানি তাঁতি ব্যবসায়ীর হাতে জিআই নিবন্ধন সনদ তুলে দেয়া হয়।
×