ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দুধ উৎপাদন বাড়াতে বিশ্ব ব্যাংকের ঋণ

প্রকাশিত: ০১:২১, ১০ ডিসেম্বর ২০১৮

দুধ উৎপাদন বাড়াতে বিশ্ব ব্যাংকের ঋণ

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশের গবাদিপশু ও দুগ্ধ উৎপাদন বাড়াতে ৫০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্ব ব্যাংক। বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৪ হাজার ২৫০ কোটি টাকা। ৫ বছরের রেয়াতকালসহ ২ শতাংশ সুদে ৩০ বছরে এ ঋণ পরিশোধ করতে হবে। শনিবার ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের সদর দপ্তরে অনুষ্ঠিত বোর্ড সভায় এ ঋণ অনুমোদন দেওয়া হয় বলে সংস্থার ঢাকা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। বিশ্ব ব্যাংক জানায়, সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী ডিম, মাংস ও দুধের ক্রমবর্ধমান চাহিদা মেটানোর জন্য বাংলাদেশ সরকার গৃহীত ‘লাইভস্টক এন্ড ডেইরি ডেভেলপমেন্ট’ শীর্ষক একটি প্রকল্পে এ ঋণ সহায়তা দেওয়া হচ্ছে। এ প্রকল্পের মাধ্যমে ২০ লাখ ছোট ও মাঝারি কৃষি উদ্যোক্তার বাজারে প্রবেশ সহজ হবে বলে বিশ্ব ব্যাংক আশা করছে।
×