ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিএনপিকে জনগণই লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেবে : নাসিম

প্রকাশিত: ০২:৫০, ১০ ডিসেম্বর ২০১৮

বিএনপিকে জনগণই লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেবে : নাসিম

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ নির্বাচনে বিএনপিকে ফাউল গেম না খেলার আহবান জানিয়ে আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন- নির্বাচনী মাঠে ফাউল গেম খেললে জনগণই লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেবে। নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। এখানে কোন দল বা জোটের ফাউল গেম খেলার সুযোগ নেই। তিনি সোমবার বিকেলে তাঁর নির্বাচনী এলাকা সিরাজগঞ্জের বাগবাটিতে এক বিশাল নির্বাচনী সমাবেশে এ কথা বলেন। বাগবাটিী ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলী হোসেন মল্লিক। বক্তব্য রাখেন, মনসুর নগর থানা আওয়ামীলীগের আহবায়ক আব্দুল লতিফ তারিন, যুগ্ন আহবায়ক মিজানুর রহমান দুদু, গোলাম রব্বানী, শহিদুল ইসলাম মানিক ও মনজুর মোরশেদ খান সজল। প্রচারণার প্রথম দিন তিনি তাঁর নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ সদর উপজেলার একাংশ বাগবাটি ইউনিয়নে নির্ধারিত কয়েকটি নির্বাচনী সভায় বক্তৃতা দেন। উন্নয়ন নিরাপত্তা ও আলোকিত বাংলাদেশ গড়ে তুলে শেখ হাসিনা ৩০ ডিসেম্বর একটি ভোট চাওয়ার অধিকার রাখে কি না এমন প্রশ্ন করা হলে সমাবেশে উপস্থিত সকলেই সম্মিলিত কন্ঠে হ্যাঁ সুচক উত্তর দেন এবং নেওকা মার্কায় ভোট দেবার প্রতিশ্রুতি দেন। যারা অন্য দল করেন তাদেরও ভোট নষ্ট না করে উন্নয়নের নেত্রী শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান তিনি বলেন শেখ হাসিনাই একমাত্র নেত্রী যিনি এদেশের মানুসকে উন্নয়ন দিয়েছেন, বিশ্বে মর্যাদার আসনে বসিয়েছেন। তাঁর বক্তৃতায় এক পর্যায়ে তিনি নিজেই শ্লোগান তোলেন- মার্কা আছে, কোন সে মার্কা, নৌকা মার্কা, বঙ্গবন্ধুর মার্কা, নৌকা মার্কা, শেখ হাসিনার মার্কা নৌকা মার্কা।৩০ ডিসেম্বর প্রত্যেক ভোটারকে ভোট কেন্দ্রে যাবার আহবান জানিয়ে নাসিম আরো বলেন-ভোট কেন্দ্র থাকবে নির্বাচন কমিশনের তত্বাবধানে। জনগণ থাকবে পাহারায়। কোন ভয়ভীতি দেখিয়ে সাধারণ ভোটারকে দমিয়ে রাখা যাবে না। ’১৪ সালের নির্বাচনে অংশ গ্রহণ না করে বিএনপি জামাত জোট দেশে যে নৈরাজ্য সৃষ্টি করেছিল, হরতাল অবরোধের নামে পেট্রোল বোমা মেরে মানুষকে পুড়িয়ে মেরেছিল, দেশের সাধারণ মানুষ এ কথা আজও ভোলেনি। এ দেশের মানুষ তাদের ৩০ ডিসেম্বর ভোটের মাধ্যমে সমুচিত জবাব দেবে বলেও তিনি মন্তব্য করেন। গত ১০ বছরে দেশ অন্ধকার থেকে আলোর পথে এগিয়েছে, জঙ্গী দমন হয়েছে। মানুষ শান্তিতে ও স্বস্তিতে আছে। এসব সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে। তাই উন্নয়নের নেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া উন্নয়নের কোন বিকল্প নেই।
×