ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিপিএল’র গান গাইবেন চার শিল্পী

প্রকাশিত: ০৩:৪৬, ১০ ডিসেম্বর ২০১৮

বিপিএল’র গান গাইবেন চার শিল্পী

অনলাইন রিপোর্টার ॥ এই সময়ের জনপ্রিয় চার কণ্ঠশিল্পী সাব্বির জামান, প্রতীক হাসান, মৌমিতা তাসরিন নদী ও লুইপা গাইলেন বিপিএল-এর গান। ‘চার ছয় মুহুর্মুহু/ স্টেডিয়ামে দর্শক বহু/ তারা নাচে তারা গায়/ বাঘের মতন গর্জন করে দুনিয়া কাঁপায়’ কথার গানটি লিখেছেন বায়জীদ খুরশীদ রিয়াজ। সুর-সঙ্গীত করেছেন মাকসুদ জামিল মিন্টু। রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং করা হয়। সাব্বির বলেন, ‘দারুণ একটি গান হয়েছে। গানটি রেকর্ডের সময় সবার মধ্যেই খেলার একটি আমেজ ছিল। আশা করি, গানটি খেলার মাঠেও টান টান উত্তেজনা ছড়াবে।’ জানা গেছে, আগামী ১৮ ডিসেম্বর গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হবে। মিউজিক ভিডিওতে গানের এই চার শিল্পীকেও দেখা যাবে। আগামী বছরের ৫ জানুয়ারি থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর ষষ্ঠ আসর শুরু হতে যাচ্ছে।
×