ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাবির জুবেরী মাঠে ভবন নির্মাণ ॥ শিক্ষকদের আপত্তি

প্রকাশিত: ০৫:৫৫, ১১ ডিসেম্বর ২০১৮

রাবির জুবেরী মাঠে ভবন নির্মাণ ॥ শিক্ষকদের আপত্তি

রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ঐতিহাসিক জুবেরী ভবন সংলগ্ন মাঠে শেখ রাসেল স্কুলের জন্য চারতলা ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। প্রশাসনের এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক। তাদের দাবি, ঐতিহাসিক জুবেরী ভবনের সামনে বহুতল ভবন নির্মাণ করলে এর সৌন্দর্য ঢাকা পড়বে এবং স্কুলের শিশু শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টিও বিঘিœত হবে। তবে রাবি উপাচার্য জানিয়েছেন, জুবেরী ভবনের সৌন্দর্য বজায় রাখাসহ সামগ্রিক বিষয় বিবেচনা করার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। জানা গেছে, প্রস্তাবিত এই চারতলা ভবনটির নক্সার জন্য একটি পরামর্শক প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়া হয়েছে। তবে এখনও ভবন নির্মাণের টেন্ডার হয়নি। জুবেরী মাঠে স্কুল ভবন নির্মাণের সিদ্ধান্ত থেকে প্রশাসনকে সরে আসতে অনুরোধ জানিয়ে গত ৫ ডিসেম্বর ফেসবুকে স্টেটাস দেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফরিদ উদ্দীন খান। পরে গত ৭ ডিসেম্বর শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক ড. আকতার বানু আলপনাও একই দাবিতে ফেসবুকে স্টেটাস দেন। নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক বলেন, ক্যাম্পাসে স্কুলভবনটি নির্মাণের অনেক জায়গা আছে। প্রশাসনের উচিত ভবনটি সরিয়ে অন্য কোথাও নির্মাণের সিদ্ধান্ত নেয়া।
×