ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মুক্তিযুদ্ধের বিজয়মেলা

প্রকাশিত: ০৫:৫৬, ১১ ডিসেম্বর ২০১৮

মুক্তিযুদ্ধের বিজয়মেলা

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ডিসেম্বর ১০ ॥ নোয়াখালীতে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয়মেলা। এবারের মেলার প্রতিপাদ্য মুক্তিযুদ্ধের বিজয় বিদ্রোহী বাঙালীর জয়। জেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মেলা প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলন শেষে শান্তির পায়রা উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক তন্ময় দাস। এ সময় জেলা পরিষদের নির্বাহী ড. মাহে আলম, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, মুক্তিযুদ্ধের বিজয়মেলা পর্ষদের সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীন, সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা মমতাজুল করিম বাচ্চুসহ মুক্তিযোদ্ধাগণ, জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আদিবাসীদের মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১০ ডিসেম্বর ॥ আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সোমবার গাইবান্ধা শহরের কাচারি বাজার এলাকায় মানববন্ধন এবং পরে স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানবাধিকারকর্মী ওয়াজিউর রহমান রাফেলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মানবাধিকারকর্মী এ্যাডাভোকেট সিরাজুল ইসলাম বাবু, গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি কেএম রেজাউল হক, প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস, নারী নেত্রী আফরোজা বেগম লুপু, বেসরকারী সংস্থা অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্ত্তী, কোষাধ্যক্ষ মাসুদ হাসান লিচু, ৬ মানবাধিকারকর্মী কাজী আব্দুল খালেক, অঞ্জলী রাণী দেবী, আদিবাসী নেত্রী প্রিসিলা মুরমু, দলিত নেতা খিলন রবিদাস প্রমুখ।
×