ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে নেতাকর্মীদের এলাকা ছাড়ার হুমকি

প্রকাশিত: ০৫:৫৮, ১১ ডিসেম্বর ২০১৮

চট্টগ্রামে নেতাকর্মীদের এলাকা ছাড়ার হুমকি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেও সার্বিক পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতারা। তাদের অভিযোগ, নির্বাচনে মনোনয়ন পাওয়া বিএনপি প্রার্থীদের নানাভাবে হুমকিধমকি দেয়া হচ্ছে। অনেককে এলাকা ছেড়ে চলে যেতে বলা হচ্ছে। তবে শত প্রতিকূলতার মধ্যেও শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ। সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত জোটের সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ কথাগুলো বলেন। এতে উপস্থিত ছিলেন ২০ দলীয় জোটের সমন্বয়ক কর্নেল (অব) অলি আহমেদ বীরবিক্রম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান এবং চট্টগ্রামে বিএনপি ও জোটের মনোনয়ন পাওয়া প্রার্থীরা। এলডিপি সভাপতি কর্নেল অলি বলেন, এখনও বিভিন্ন স্থানে মিথ্যা মামলা দিয়ে বিরোধীদলের নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি অব্যাহত রয়েছে। আমরা চাই জনগণ যেন নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। কিন্তু সরকারী দলের দমনপীড়ন অব্যাহত আছে। হাতের কাছে যাকে পাওয়া যায় তাকেই গ্রেফতার করা হচ্ছে। জামিন নেয়ার সময় হলে আরেকটি মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমরা সাতদফা দাবি পেশ করেছিলাম। কিন্তু কোন দাবি পূরণ হয়নি। দেশে যেন গণতন্ত্র ফিরে আসে সে জন্য আন্দোলনের অংশ হিসাবে আমরা এ নির্বাচনে অংশগ্রহণ করছি। নির্বাচনের পরিবেশ নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, সরকার চাইছে জনগণকে বাইরে রেখে আরও একটি নীলনক্সার নির্বাচন। বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান তার বক্তব্যে বলেন, জনগণ ভোট দেয়ার অধিকার পেলে এই সরকারের পতন ঘটবে। সরকার তা জানে বলেই ভিন্ন কৌশল নিয়েছে। ঘরে ঘরে ভয় দেখানো হচ্ছে। ভোট কেন্দ্রে গেলে পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিচ্ছে। কিন্তু এত কিছুর পরও জনগণকে দমিয়ে রাখা যাবে না। আমরা পিছপা হবো না। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ আসনের বিএনপি প্রার্থী জাফরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম -১৩ আসনের প্রার্থী সরোয়ার জামাল নিজাম, চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী আবু সুফিয়ান, চট্টগ্রাম-১২ আসনের এনামুল হক এনাম প্রমুখ।
×