ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নির্বাচনের মাঠে নেই ধানের শীষের ওয়াক্কাস

প্রকাশিত: ০৫:৫৮, ১১ ডিসেম্বর ২০১৮

নির্বাচনের মাঠে নেই ধানের শীষের ওয়াক্কাস

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মণিরামপুর) আসনে ধানের শীষ প্রতীকের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন মুফতি ওয়াক্কাস। কিন্তু প্রচার শুরু হয়ে গেলেও এখও মাঠে নামেননি ২০ দলীয় জোটের শরিক জমিয়তে ওলামায়ে ইসলামের এই নেতা। গত শনিবার রাতে বিএনপির হাইকমান্ড থেকে তার নাম চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। মনোনয়ন পেয়ে রবিবার ঢাকা থেকে মণিরামপুরে তার ফিরে আসার কথা থাকলেও এখনও তিনি ফেরেননি। কবে নাগাদ তিনি মণিরামপুরে ফিরবেন, কবে প্রচারে নামবেন, তা নিশ্চিত করতে পারেননি সংশ্লিষ্ট কেউ। ২০১৩ সালের মে মাসে হেফাজতের রাজধানীর শাপলা চত্বরের ঘটনায় মতিঝিল, পল্টন, রমনা ও শাহবাগ থানায় মুফতি ওয়াক্কাসের বিরুদ্ধে মোট সাতটি মামলা হয়। তার মধ্যে চারটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে হেফাজতে ইসলামের অন্যতম শীর্ষ এই নেতার বিরুদ্ধে। মামলাগুলোতে জামিন না পাওয়ায় তিনি মণিরামপুরে ফিরতে পারছেন না বলে সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে। মণিরামপুর উপজেলা বিএনপির একটি সূত্র বলছে, মুফতি ওয়াক্কাসের ঘনিষ্ঠজনদের মাধ্যমে তারা জানতে পেরেছেন, মণিরামপুরে ফেরার আগে ওয়াক্কাস আদালতে আত্মসমর্পণ করবেন। জামিন হলে মাঠে আসবেন। তবে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত মণিরামপুর বিএনপির সঙ্গে ওয়াক্কাসের যোগাযোগ হয়নি বলে সূত্রটি নিশ্চিত করেছে। অপর একটি সূত্র বলছে, মণিরামপুরের বিএনপির নেতা-কর্মীরা ওয়াক্কাসের ওপর ক্ষুব্ধ হওয়ায় তিনি মণিরামপুরে ফিরছেন না। দুই-তিন দিনের মধ্যে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে রফা করে তিনি ফিরে আসবেন। এদিকে, মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট শহীদ ইকবালকে বাদ দিয়ে মুফতি ওয়াক্কাসকে ধানের শীষের মনোনয়ন দেয়ায় প্রচ- ক্ষুব্ধ স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। ইতোমধ্যে বিএনপি নেতাকর্মীরা গণপদত্যাগ করেছেন। সোমবার সকাল পর্যন্ত দলের তিন হাজারের বেশি নেতা-কর্মী পদত্যাগ করেছেন বলে খবর পাওয়া গেছে। এদিকে রবিবার ওয়াক্কাসের ছেলের গাড়িতে হামলার ঘটনাও ঘটেছে। যদিও এর দায় কোন রাজনৈতিক দল নেয়নি।
×