ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আমি মুখ খুলব ৩০ ডিসেম্বরের পর ॥ তৈমূর

প্রকাশিত: ০৬:০২, ১১ ডিসেম্বর ২০১৮

আমি মুখ খুলব ৩০ ডিসেম্বরের পর ॥ তৈমূর

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১০ ডিসেম্বর ॥ শেষ মুহূর্তে এসে দলের মনোনয়নবঞ্চিত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, এখন আমি এ নিয়ে কোন কথাই বলব না। আমি মুখ খুলব ৩০ ডিসেম্বরের পর। দলের চেয়ারপার্সনকে জেল থেকে বের করাই আমাদের লক্ষ্য। সোমবার সকালে উপজেলার রূপসী এলাকায় বিএনপি আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। আবারও প্রমাণ হলো দলের জন্য আন্দোলন-সংগ্রাম কারাবরণ-সব কিছু মনোনয়ন পাওয়ার যোগ্যতা নয়। যতবার দলের জন্য জেল খেটেছি ততবার বিএনপির আর কোন নেতা কারাবরণ করেছেন কি না তা খুঁজে পাওয়া যাবে না। এ সময় তিনি আরও বলেন, মনোনয়নের জন্য আমি লালায়িত নই। এর আগে, সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট শুরু হওয়ার মাত্র ৮ ঘণ্টা আগে আমাকে নির্বাচন থেকে সরে যেতে বলা হলো। আমি বিনা বাক্যব্যয়ে আগের দিন রাত ১২টায় নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। আমার কাছে দল বড়। বরাবরই আমি দলের কথা চিন্তা করে সব ধরনের ত্যাগ স্বীকার করে আসছি। এত কিছুর পর আমি দলীয় প্রার্থীর পক্ষেই সবাইকে কাজ করতে বলেছি। কারণ এখন আমাদের একমাত্র লক্ষ্য বেগম খালেদা জিয়া জেল থেকে বের করে আনা।
×