ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রতীক বরাদ্দের পর মাদারীপুরে প্রার্থীরা মাঠে নেমেছেন জোরেশোরে

প্রকাশিত: ০৬:০২, ১১ ডিসেম্বর ২০১৮

প্রতীক বরাদ্দের পর মাদারীপুরে প্রার্থীরা মাঠে নেমেছেন জোরেশোরে

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১০ ডিসেম্বর ॥ ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার প্রতীক বরাদ্দের সঙ্গে সঙ্গে মাদারীপুর ১ ও ২ আসনের প্রার্থীরা মাঠে নেমেছেন। দুপুর থেকেই শুরু হয়েছে ভোট যুদ্ধের পালা। প্রার্থীদের ভাগ্য নির্ভর করছে ভোটারদের ওপর। একই সঙ্গে প্রার্থীরা জয়ের লক্ষ্যে ভোটের হিসেব কষতে শুরু করেছেন। এরই মধ্যে মাঠে-ময়দানে, পাড়া-মহল্লায় আলোচনা-সমালোচনায় মেতে উঠেছেন ভোটাররা। বিশেষ করে নতুন ভোটাররা একটু বেশি উৎফুল্ল। কারণ তারা জীবনে প্রথম ভোট দেবেন এবার। মাদারীপুর ১ ও ২ আসন বরাবরই আওয়ামী লীগের দখলে রয়েছে। এ দুই আসন আওয়ামী লীগের ভোট ব্যাংক হিসেবে খ্যাত। যে কারণে কোন দল এখানে হানা দিয়ে আসন ছিনিয়ে নিতে পারেনি। এ দুই আসনে আওয়ামী লীগের প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। বিগত দিনের ধারাবাহিকতায় এবারও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের হাওয়া নৌকার অনুকূলে রয়েছে। তবে বিএনপি জয়ের টার্গেট নিয়ে মাঠে নেমেছে।
×