ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আম-ছালা দুই-ই হারালেন দুলাল

প্রকাশিত: ০৬:০৩, ১১ ডিসেম্বর ২০১৮

আম-ছালা দুই-ই হারালেন দুলাল

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১০ ডিসেম্বর ॥ এমপি পদে প্রার্থী হতে গিয়ে আম-ছালা দুই-ই হারিয়েছেন কেন্দুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল। দলের চূড়ান্ত মনোনয়ন তো পায়নি, উপরন্তু উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটিও হারিয়েছেন তিনি। জানা গেছে, নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসন থেকে প্রার্থী হতে চেয়েছিলেন সাবেক পৌর মেয়র ও দুইবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান দুলাল। তার জনমতও ভাল ছিল। নির্বাচনকে সামনে রেখে দীর্ঘদিন ধরে সভা-সমাবেশ ও গণসংযোগ করে আসছিলেন তিনি। দলের প্রাথমিক মনোনয়নও দেয়া হয়েছিল তাকে। তবে তার পাশাপাশি উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম হিলালীকেও মনোনয়নপত্র দেয় দলটি। নির্বাচন কমিশনের শর্ত অনুযায়ী এরই মধ্যে দুলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন। কিন্তু শেষ পর্যন্ত চূড়ান্ত মনোনয়ন জোটেনি দুলালের ভাগ্যে। নবম সংসদ নির্বাচনের প্রার্থী রফিকুল ইসলাম হিলালীই পান চূড়ান্ত মনোনয়ন। এ কারণে ধানের শীষের কা-ারি তো হতেই পারেননি, উপরন্তু উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটিও হারাতে হয় দুলালের। দুলাল সাংবাদিকদের বলেছেন, ‘দলের গ্রীন সিগন্যাল পেয়েই পদত্যাগ করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত কেন আমাকে বঞ্চিত করা হলোÑ তা দলের হাইকমান্ডই ভাল বলতে পারবেন।’
×